নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কলমাকান্দা থানায় দায়েরকৃত বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় এজহারভুক্ত পলাতক আসামী পার্থ সাহা রায়কে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত পার্থ সাহা রায় (৩৫) কলমাকান্দা সদরের পরিবর্তন সাহা রায়ের পুত্র।
পার্থ বর্তমানে অগ্রণী ব্যাংকে কর্মরত এবং একসময় কলমাকান্দা উপজেলা ছাত্রলীগের সক্রিয় নেতা ছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
শুক্রবার (২৫ জুলাই) বিকেলের দিকে পুলিশ পার্থকে নেত্রকোনা সদর আদালতে প্রেরণ করে। এ মামলার অন্যান্য পলাতক আসামীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে থানা পুলিশ।
কলমাকান্দা থানার উপপরিদর্শক (এসআই) ও মামলার তদন্তকারী কর্মকর্তা বাবুল হাসান জানান, নিয়মিত মামলার এজহারভুক্ত নামীয় পলাতক আসামী পার্থ সাহা রায়কে বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেলে নেত্রকোনার বারহাট্টা উপজেলার বাউসি বাজার এলাকা থেকে আটক করা হয়।
মামলাটি কলমাকান্দা থানায় দায়েরকৃত এফআইআর নম্বর-০৬, তারিখ ০১/০৩/২৪ অনুযায়ী পেনাল কোড ১৪৩/৩৮০/৪২৭/৫০৬/১১৪/৩৪ ধারা এবং বিস্ফোরক দ্রব্য আইনের ৩/৬ ধারায় রুজু করা হয়েছে।