নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার বারহাট্টা উপজেলায় সাড়ে চার বছর বয়সি এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে শান্ত চন্দ্র দাস (১৬) নামে এক কিশোরের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।
অভিযুক্ত কিশোর শান্ত চন্দ্র দাস বারহাট্টার গোপালপুর মাঝিপাড়া এলাকার প্রণয় দাসের ছেলে।
শুক্রবার (২৫ জুলাই) বারহাট্টা থানার ওসি মো. কামরুল হাসান জানান, গতকাল (বৃহস্পাতবার) রাত থকে আজ সকাল পর্যন্ত কয়েক দফা অভিযান পরিচালনা করা হয়। অভিযুক্ত আসামিকে গ্রেফতার করা যায়নি। বর্তমানে শান্ত চন্দ্র দাস পলাতক রয়েছে। অভিযুক্ত কিশোরকে গ্রেফতারের চেষ্টা চলছে।
পুলিশ ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার সন্ধ্যার কিছু সময় আগে শিশুটিকে খেলার কথা বলে শান্ত চন্দ্র দাস খালি ঘরে ডেকে নিয়ে যায়। সেখানে শিশুটিকে ধর্ষণ করে পালিয়ে যায় শান্ত। রক্তাক্ত অবস্থায় বাড়িতে গিয়ে শিশুটি কান্না করতে করতে ঘটনাটি তার মা ও পরিবারের অন্যান্য সদস্যদেরকে খুলে বলে। বর্তমানে শিশুটি হাসপাতালে চিকিৎসাধীন।