টাঙ্গাইল প্রতিনিধিঃ
টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সদর ইউনিয়নে কয়েক হাজার নেতাকর্মী নিয়ে বিএনপি’র ৩১ দফা দাবি সম্বলিত লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছে বিএনপি নেতা রবিউল আউয়াল লাভলু। ২৪ জুলাই বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত নাগরপুর সদর ইউনিয়ন বাজারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৩১ দফা দাবি সম্বলিত লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছে টাঙ্গাইল-৬, (নাগরপুর-দেলদুয়ার) আসন থেকে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী রবিউল আউয়াল লাভলু।
কর্মসূচীটি কোরআন থেকে তেলাওয়াতের পর মহান আল্লাহর দরবারে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, ফ্যাসিষ্ট হাসিনা পতন আন্দোলনের আহত – নিহত সহ মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান দুর্ঘটনায় আহত-নিহত সকলের জন্য দোয়া প্রার্থনার পর শুরু হয় গণসংযোগ লিফলেট বিতরণ, পথসভা ও বৃক্ষরোপন কর্মসূচি।
রবিউল আউয়াল লাভলু’র রাজনীতির শুরু হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। এর ধারাবাহিকতায় ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সভাপতি, ঢাকা মহানগর বিএনপি, টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, নাগরপুর উপজেলা বিএনপির সন্মানিত সদস্য সহ বিভিন্ন সময়ে বিভিন্ন পদে থেকে রাজনীতি করে আসছেন।
সকালে, নাগরপুর বাজারের ব্যবসায়ী, ক্রেতা-বিক্রেতা, আগত জনসাধারণ, উপজেলা প্রশাসন ও নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার ইউএনও আরাফাত মোহাম্মদ নোমান সহ বিভিন্ন স্তরের জনসাধারণের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা দাবি সম্বলিত লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন বিএনপি নেতা রবিউল আউয়াল লাভলু। এসময় তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থীর জন্য ভোট চেয়ে বলেন, দলীয় সিদ্ধান্ত মেনে নিয়ে সততা ও নিষ্ঠার সাথে সবাইকে রাজনীতি করতে হবে।
বিএনপি’র চেয়ারপারসন ও ভারপ্রাপ্ত চেয়ারপারসন অন্যায় ও দুর্নীতি প্রশ্রয় দেন না। আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে দলীয় ভাবমূর্তি নষ্ট হয় এমন সকল কাজ থেকে সবাইকে বিরত থাকার আহ্বান জানান তিনি। তিনি আরো বলেন, আমি ঈমান ও আকিদায় বিশ্বাসী। তিনি সাংবাদিকদের উদ্দেশ্য বলেন, আমি নিজে অন্যায় করিনা অন্যায়কে প্রশ্রয়ও দেইনা। অন্যায়কারী, দুর্নীতিকারী সে যেই হোক, যদি আমিও কখনো কোন দুর্নীতি করে থাকি, আপনারা সে অন্যায় ও দুর্নীতিকে প্রকাশ করুন।
সাংবাদিকতা একটি মহৎ পেশা, আপনারা সততার আলোকে সংবাদ প্রচার করুন। গণসংযোগ ও লিফলেট বিতরণ শেষে নাগরপুর মহিলা কলেজ চত্বরে বৃক্ষরোপণের মাধ্যমে শেষ হয় গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচী। এ কর্মসূচীতে, নাগরপুর উপজেলা বিএনপি’র সহ-সভাপতি নিয়ামত আমী সুইট, যুগ্ম সাধারণ সম্পাদক ও টাঙ্গাইল জেলা জিয়া সাইবার ফোর্সের সভাপতি মো. ফারুক আহমেদ খান, বিআরডিবি’র সাবেক চেয়ারম্যান ইকবাল কবীর রতন, নাগরপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. রফিজ উদ্দিন, সন্মানিত সদস্য মো. সুরুজ মিয়া, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক ও নাগরপুর সরকারি কলেজের সাবেক ভিপি নাজমুল হক স্বাধীন, নাগরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শরিফুল ইসলাম বাবুল, সাধারণ সম্পাদক মো. লিয়াকত হোসেন, সাবেক ভিপি আরিফুল ইসলাম নবা, টাঙ্গাইল জেলা জিয়া সাইবার ফোর্সের প্রচার সম্পাদক রাসেল খান সহ কয়েক হাজার বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত একসময় ছিলেন।