ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোয়েন্দা অভিযানে ২২০৫ পিস ইয়াবাসহ সজীব আহম্মেদ (৩৪) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। বুধবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের হারুয়া বাজার সংলগ্ন কুমড়াশাসন এলাকায় একটি যাত্রীবাহী বাস তল্লাশি চালিয়ে তাকে আটক করা হয়।
আটককৃত মাদক ব্যবসায়ী সজীব আহম্মেদ পার্শ্ববর্তী গৌরীপুর উপজেলার বোকাইনগর ইউনিয়নের টাংগাটিপাড়া গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে। গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোয়েন্দা দল এ অভিযান পরিচালনা করেন। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মোঃ মোস্তাফিজুর রহমান বাদী হয়ে ঈশ্বরগঞ্জ থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করেছেন।
উপ-পরিদর্শক মোঃ মোস্তাফিজুর রহমান জানান, বিভাগীয় গোয়েন্দা কার্যালয় ময়মনসিংহের সহকারী পরিচালক মোঃ কাওসারুল হাসান রনি স্যারের নেতৃত্বে ঈশ্বরগঞ্জ উপজেলার কুমড়াশাসন এলাকার ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের উপর যাত্রীবাহী বাস তল্লাশি করে ২২০৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ একজনকে আটক করা হয়েছে।
তিনি আরও বলেন, আটককৃত মাদক ব্যবসায়ীকে মামলা দায়েরের পর ঈশ্বরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদক নির্মূলে আমরা বদ্ধপরিকর।