মৌলভীবাজার প্রতিনিধি:
উত্তরার দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান বিধ্বস্তে আহত শিক্ষার্থীদের রাষ্ট্রীয় উদ্যোগে সর্বোচ্চ চিকিৎসার ব্যবস্থা করা, নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ প্রদান করা, নিহতের সঠিক তথ্য প্রকাশ করা, শিক্ষার্থীদের ওপর পুলিশ ও সেনাবাহিনীর হামলার প্রতিবাদে এবং মাইলস্টোন স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের ৬ দফা দাবি মেনে নিয়ে বাস্তবায়নের দাবিতে এবং কাঠামোগত হত্যাকাণ্ডের প্রতিবাদে বুধবার (২৩শে জুলাই) বিকাল ৬টার দিকে মৌলভীবাজার চৌমুহনায় সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ কর্মসূচিতে পথসভায় সভাপতিত্ব করেন জেলা সভাপতি বিশ্বজিৎ নন্দী এবং সমাবেশ পরিচালনা করেন সংগঠনের মৌলভীবাজার শহর শাখার সাধারণ সম্পাদক শ্যামল সরকার।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বাসদ মৌলভীবাজার জেলা সদস্য অ্যাডভোকেট আবুল হাসান, চারণ সাংস্কৃতিক কেন্দ্র জেলা সংগঠক হৃদয় অধিকারী, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জেলা শাখার সাধারণ সম্পাদক রাজিব সূত্রধর, শহর শাখার আহ্বায়ক বিজয় দাস, সদস্য উস্মিতা পাল। সভায় সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী জেলা সভাপতি জহরলাল দত্ত।