ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) এর ত্রৈমাসিক সভা বুধবার ঈশ্বরগঞ্জ গার্লস স্কুল এন্ড কলেজ হল রুমে অনুষ্ঠিত হয়েছে। পিএফজির ঈশ্বরগঞ্জ শাখার উদ্যোগে আয়োজিত আলোচনা সভার সভাপতিত্ব করেন উপজেলা কো-অর্ডিনেটর সাইফুল ইসলাম তালুকদার।
আলোচনা সভার শুরুতে সম্প্রতি মাইলস্টোন স্কুল এন্ড কলেজে সংঘটিত বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে গভীর শ্রদ্ধা জানিয়ে নীরবতা পালন করা হয় এবং মর্মান্তিক ঘটনায় শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়। উপজেলা পিএফজির সদস্য প্রভাষক নীলকন্ঠ আইচ মজুমদারের সঞ্চালনায় সভার কার্যক্রমে শান্তি, সম্প্রীতি এবং সামাজিক উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। উপস্থিত নেতৃবৃন্দ তাদের মূল্যবান মতামত ও প্রস্তাবনা তুলে ধরেন।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ঈশ্বরগঞ্জ গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ কামরুল আলম, পিএফজির সদস্য মোস্তাফিজুর রহমান জুয়েল, কামাল হোসেন সরকার (বিএনপি), আব্দুল হাদী (জাতীয় পার্টি), আব্দুস সামাদ (এলডিপি), ফজলুল হক মাহবুব (জামায়েত ইসলামী বাংলাদেশ), সাইদুর রহমান (ইসলামী আন্দোলন বাংলাদেশ), আব্দুল্লাহ আল মামুন (বাংলাদেশ পিপলস পার্টি), উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শেফালি হামিদ, পৌরসভার সাবেক মহিলা কাউন্সিলর মমতাজ বেগম, এবং হাঙ্গার প্রজেক্টের ফিল্ড কো-অর্ডিনেটর আখতারুজ্জামান প্রমুখ। সভায় অংশগ্রহণকারীরা ঈশ্বরগঞ্জে শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে এবং সামাজিক উন্নয়নে পিএফজির কার্যক্রমকে আরও গতিশীল করার অঙ্গীকার ব্যক্ত করেন।