ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বোমা হামলায় আহত শিশুদের চিকিৎসা নেওয়ার ছবিকে মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান বিধ্বস্তে আহত শিশুদের বলে বিভ্রান্তি সৃষ্টি ও অপপ্রচার শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এর ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলাফ্যাক্ট।
বাংলাফ্যাক্ট অনুসন্ধান টিম জানায়, উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে সোমবার (২১ জুলাই) বিমান বিধ্বস্তে বেশকিছু হতাহতের ঘটনা ঘটে। এ প্রেক্ষিতে মাইলস্টোনের আহত শিশু দাবি করে একটি ছবি ছড়ানো হয়। কিন্তু ছবিটি গাজার।
বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, ছবিটি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় আহত শিশুদের নয়। প্রকৃতপক্ষে, এটি ২০২৩ সালের ১৩ অক্টোবরে ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বোমা হামলায় আহত শিশুদের দার আল-শিফা হাসপাতালে চিকিৎসা নেওয়ার ছবি।
বাংলাদেশে চলমান গুজব এবং ভুয়া খবর, অপতথ্য প্রতিরোধ এবং জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়ায় দায়িত্ব পালন করছে বাংলাফ্যাক্ট।