স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ জেলার দুর্গম হাওর এলাকায় ঝুকিপূর্ণ গ্রামবাসীর দুর্যোগের প্রস্তুতি, জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ মোকাবেলা, স্যানিটেশন, সক্ষমতা বৃদ্বির লক্ষ্যে কাজ করবে হারপি প্রকল্প। ২৩ জুলাই (বুধবার) সকাল ১১.৩০টায় আহছানিয়া মিশন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর সার্বিক তত্বাবধানে এডিএইচ (Aktion Deutschland Hilft) জার্মাণ এর অর্থায়নে ১লা জুন ২০২৫ সুনামগঞ্জ জেলার ধর্মপাশা সদর উপজেলার জয়শ্রী, ধর্মপাশা সদর ও সেলবরষ ইউনিয়ন এবং তাহিরপুর উপজেলার উত্তর বড়দল, উত্তরশ্রীপুর ও দক্ষিণ শ্রীপুর উপজেলায় (Haor Resilience and preparefness Initiative (HARPI) বাস্তবায়ন করছে।
উক্ত প্রকল্পের অবহিতকরণ সভা ২৩ জুলাই (বুধবার) সকাল ১১.৩০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। প্রকল্প অবহিতকরণ সভায় সভাপতিত্ব করেন ঢাকা আহছানিয়া মিশনের নির্বাহী পরিচালক মো: সাজেদুল কাইয়ুম। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর সিনিয়র ম্যানেজার কাজল এ ড্রং, হারপি প্রকল্পের ধারণা ও কার্যক্রম বাস্তবায়ন পক্রিয়া উপস্থাপন করেন আহছানিয়া মিশনের যুগ্ম পরিচালক ও হারপি প্রকল্পের ফোকাল পার্সন মোঃ জাহাঙ্গীর আলম।
অবহিতকলণ সভায় সার্বিক সহযোগিতা ও অনুষ্ঠান পরিচালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পাল। অবহিতকলণ সভায় সার্বিক ব্যবস্থাপনায় সমন্বয় করেন প্রকল্প সমন্বয়কারি ছানোয়ার হোসেন খান পাঠান। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রজেক্ট ম্যানেজার হারপি প্রজেক্ট ওয়াল্ডভিশনের মোঃ ইফতেখার আলম।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের প্রধানগণ, উপজেলা নির্ভাহী অফিসার, সাংবাদিক ও বিভিন্ন এনজিও প্রতিনিধিবৃন্দ। অবহিতকরণ সভায়, প্রকল্পটি ধর্মপাশা ও তাহিরপুর উপজেলার ঝুকিপূর্ণ গ্রামবাসীর দুর্যোগের প্রস্তুতি এবং সক্ষমতা বৃদ্বির লক্ষ্যে ১লা জুন ২০২৫ সাল হতে নভেম্বর ২০২৬ সাল পর্যন্ত জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ মোকাবেলায় উল্লেখযোগ্য ভুমিকা রাখবে বলে আলোচনা করা হয়।