পবিপ্রবি প্রতিনিধি:
ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান (এফ-৭) বিধ্বস্ত হয়ে কোমলমতি শিক্ষার্থী ও শিক্ষকসহ বহু প্রাণহানির ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) জিয়া পরিষদ (কর্মকর্তা ইউনিট)।
২৩ জুলাই( বুধবার) এক শোকবার্তায় জিয়া পরিষদের সভাপতি মো: আবুবকর সিদ্দিক ও সাধারণ সম্পাদক ড. হাচিব মোহাম্মদ তুষার বলেন “এই হৃদয়বিদারক দুর্ঘটনায় জাতি হারিয়েছে একঝাঁক সম্ভাবনাময় ভবিষ্যৎ প্রজন্মকে, যারা শিক্ষা, মেধা ও মূল্যবোধে জাতির কর্ণধার হয়ে উঠছিল। আমরা নিহতদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।”
তারা বলেন, “এই দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে সুষ্ঠু তদন্ত প্রয়োজন। আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে ও নিহতদের পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ প্রদানে সরকারের কার্যকর উদ্যোগ কামনা করছি।” শোকবার্তায় আরও বলা হয়, ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা রোধে যথাযথ পদক্ষেপ গ্রহণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।
পরিশেষে, জিয়া পরিষদ মহান আল্লাহর দরবারে প্রার্থনা করে জানায়—নিহতদের যেন জান্নাতুল ফেরদৌস নসিব করা হয় এবং তাঁদের পরিবার যেন এই শোক সইবার শক্তি লাভ করে।