কটিয়াদী(কিশোরগঞ্জ)প্রতিনিধিঃ
উত্তরার মাইলস্টোন কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে সংঘটিত মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত কামনায় এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী কটিয়াদী উপজেলা শাখা। মঙ্গরবার বিকাল ৫টায় নদীর বাধঁ বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। নিহতদের মাগফিরাত এবং আহতদের সুস্থতার জন্য বিশেষ মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা আমীর অধ্যাপক মোজাম্মেল হক জোয়ারদার, উপজেলা নায়েবে আমীর সাইদুল হক বিএসসি,উপজেলা সেক্রেটারী মাওলানা মাহমুদুল হাসান,কটিয়াদী উপজেলা ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম মোড়ল, উপজেলা বায়তুলমাল সেক্রেটারী হাজী আব্দুল আউয়াল,উপজেলা ওলামা সভাপতি মাওলানা শফিকুল ইসলাম নুরী, পৌর আমীর আনিসুজ্জামান রুবেল মাস্টার, অধ্যাপক আনিসুজ্জামান, প্রভাষক মাওলানা সাইফুল ইসলামসহ কটিয়াদী উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গতকাল উত্তরার মাইলস্টোন কলেজে একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে শতাধিক শিক্ষার্থী হতাহত হন, যা দেশব্যাপী গভীর শোকের সৃষ্টি করে।