পাঁচবিবি (জয়পুরহাট) সংবাদদাতা:
বেসরকারী উন্নয়ন সংস্থা বন্ধন এর আয়োজনে এবং মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ) এর সহযোগিতায় নাগরিকতা সিভিক এনগেজমেন্ট ফান্ড এম্পায়ারহার প্রজেক্টের উদ্যোগে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় জেন্ডার ইক্যুয়ালিটি ফোরাম গঠিত হয়েছে।
২১ জুলাই সোমবার বিকেলে বন্ধন মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা হিউম্যান রাইটস ডিফেন্ডারস নেটওয়ার্ক এর সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী শাহিন । প্রকল্পের উপজেলা ফ্যাসিলিটেটর বিপ্লব আলীর সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এসিল্যান্ড মোঃ বেলায়েত হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ ওবায়দুর রহমান,থানার উপ পরিদর্শক শহিদুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জহুরুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফা ও উপজেলা সমাজসেবা অফিসার সাজেদুল ইসলাম প্রমুখ। সভায় প্রকল্পের কার্যক্রম তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন,জেলা মানবাধিকার মনিটরিং অফিসার ড. সাজ্জাদুল বারী।
সভায় নাগরিকতা সিভিক এনগেজমেন্ট ফান্ড এম্পাওয়ার হার প্রজেক্টের লক্ষ্য উদ্দেশ্য, কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা শেষে নারীর ক্ষমতায়ন নিশ্চিত করণে কাজ করার জন্য খালেদা আক্তার বিজলীকে সভাপতি ও ললিতা রানি মালোকে সম্পাদক করে ২৫ সদস্য বিশিষ্ট উপজেলা জেন্ডার ইক্যুয়ালিটি ফোরাম গঠন করা হয়।
কমিটির নব নির্বাচিতরা প্রতিটি গ্রামের পাড়ায় মহল্লায় নারীর ক্ষমতায়ন বিষয়ে সচেতনতা বৃদ্ধি, মানবাধিকার রক্ষা, নারী ও শিশুর প্রতি সহিংসতারোধে এবং বাল্য বিয়ে বন্ধে কাজ করবেন বলে তারা জানান। সভায় উপজেলার ৮টি ইউনিয়নের জেন্ডার ইকুইটি ফোরাম গুলোর সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ইউনিয়নের গন্যমান্য ব্যাক্তিবর্গ, প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতিনিধি ও যুব সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।