রিয়াদ ইসলাম জলঢাকা:
গতকাল শুক্রবার (১৯ জুলাই ) বিকেলে বিএনপির কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী নীলফামারী জেলা বিএনপির ৫ সদস্য বিশিষ্ট নবগঠিত আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। নবগঠিত কমিটিতে মীর সেলিম ফারুক আহ্বায়ক এবং এ এইচ এম সাইফুল্লাহ্ রুবেলকে সদস্য সচিব হিসেবে দায়িত্ব প্রদান করা হয়।
নতুন কমিটির ঘোষণার পর জেলা বিএনপির রূপকার, সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল উপজেলা ও পৌর শাখা। জলঢাকা উপজেলা যুবদলের সদস্য সচিব শাহিনুল হক বাবুর নেতৃত্বে এ উপলক্ষে এক আনন্দ র্যালির আয়োজন করা হয়। র্যালিটি কেন্দ্রীয় ডাকবাংলো থেকে শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জিরো পয়েন্টে এসে সমবেত হয়।
র্যালিতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড এবং পৌর যুবদলের বিপুলসংখ্যক নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। আনন্দ র্যালি শেষে উপজেলা যুবদল তাদের বক্তব্যে বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাহসী নেতৃত্ব ও দিকনির্দেশনায় এবং সাবেক এমপি ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের রাজনৈতিক প্রজ্ঞা ও অভিজ্ঞতায় জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটি সংগঠনের কার্যক্রমে নতুন গতি এনে দেবে।
আমরা বিশ্বাস করি, এই কমিটির নেতৃত্বে জেলা বিএনপি আরও সুসংগঠিত, গতিশীল ও শক্তিশালী হয়ে উঠে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে মুখ্য ভূমিকা পালন করবে। নেতৃবৃন্দ আরও বলেন, “দীর্ঘদিন পর জেলা পর্যায়ে আহ্বায়ক কমিটি গঠনের মাধ্যমে নেতাকর্মীদের মাঝে উৎসাহ ও উদ্দীপনা ফিরে এসেছে। কেন্দ্রীয় সিদ্ধান্তের প্রতি আমাদের সম্পূর্ণ আস্থা রয়েছে। আমরা ঐক্যবদ্ধ থেকে এই কমিটির পাশে থেকে আন্দোলন-সংগ্রামে সক্রিয় থাকবো।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের সদস্য সচিব শাহিনুল হক বাবু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ এমদাদুল হক সাজু, মনিরুজ্জামান শান্ত, পৌর যুবদলের আহ্বায়ক শেখ শাদী লাবলু, সদস্য সচিব আরিফুল হক রিপন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম,উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মামুনুর রশিদ মান্দু সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত যুবদলের নেতৃবৃন্দ।