রিয়াদ ইসলাম জলঢাকা:
জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ বিভাগে ভর্তি হওয়ার সুযোগ পেয়েও অর্থের অভাবে অনিশ্চিত হয়ে পড়েছে নীলফামারীর জলঢাকার মেধাবী ছাত্রী হুমায়রা আক্তার আসফির উচ্চশিক্ষার স্বপ্ন। উপজেলার খুটামারা ইউনিয়নের ১নং ওয়ার্ডের হরিশ্চন্দ্রপাঠ এলাকার দরিদ্র এক পরিবারের সন্তান আসফি।
শুরু থেকেই সে মেধাবী শিক্ষার্থী হিসেবে পরিচিত। জেএসসি, এসএসসি ও এইচএসসি পরীক্ষায় প্রতিবারই গোল্ডেন জিপিএ-৫ অর্জন করেছে। এছাড়াও বিভিন্ন প্রতিযোগিতায় পেয়েছে একাধিক সম্মাননা ও পুরস্কার। সর্বশেষ জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ফিশারিজ বিভাগে পড়াশোনার সুযোগ পায় সে। কিন্তু ভর্তি ও অন্যান্য খরচ মিলে প্রাথমিকভাবে প্রয়োজন প্রায় ২৫ হাজার টাকা, যা সংগ্রহ করতে না পেরে চরম দুশ্চিন্তায় পড়েছে আসফির পরিবার। আসফির বাবা-মা জানান, “আমাদের মেয়েটা খুব ভালো ছাত্রী।
আমরা চাই সে বড় হয়ে দেশের একজন সৎ ও আদর্শ কর্মকর্তা হোক। কিন্তু আর্থিক সংকট আমাদের সব স্বপ্ন থামিয়ে দিচ্ছে। সমাজের দয়ালু ও হৃদয়বান মানুষদের কাছে আমরা সাহায্যের আবেদন জানাচ্ছি।” একজন সম্ভাবনাময় শিক্ষার্থীর স্বপ্ন যেন অর্থাভাবে নষ্ট না হয়—এই প্রত্যাশায় সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার অনুরোধ জানিয়েছে আসফির পরিবার।