আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধি:
নেত্রকোনার আটপাড়ায় দেশীয় অস্ত্র দা দিয়ে জোরপূর্বক কৃষি অফিস কর্তৃক বাণিজ্যিক মিশ্র ফল বাাগানের বেড়া ভেঙ্গে ভিতরে প্রবেশ করে ১৭৩ টি বিভিন্ন উন্নতমানের কলম জাতীয় চারা ভাঙ্গা ও কেটে উপড়াইয়া ফেলার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার দুওজ ইউনিয়নের হরিপুর গ্রামে রোববার (১৪ জুলাই) দুপুরে এ ঘটনা ঘটে। অভিযোগ সূত্রে ভুক্তভোগী আমানুল্লাহ জানান আমরা ৫ ভাই সকলেই চাকুরি ও ব্যবস্যা করি।
আমরা কেউ বাড়ি তে থাকিনা, আমাদের মা’ একা থাকেন এই সুযোগে তারা গত রোববার (১৪ জুলাই) দুপুরে আমার মা’কে অকথ্য ভাষায় গালিগালাজ মারধরের হুমিক দেয়। এবং দেশীয় অস্ত্র দিয়ে আমার বাড়িতে থাকা কৃষি অফিসের প্রদত্ত কৃষি অফিস কর্তৃক প্রদত্ত বাণিজ্যিক মিশ্র ফল বাগান প্রদর্শনীর বাউন্ডারি ভেড়া কেটে এবং ভেঙ্গে ভিতরে প্রবেশ করে ১৭৩ টি বিভিন্ন ধরণের উন্নত মানের কলম জাতীয় চারা কেটে নেয়।
এবং ছাগল দিয়ে খাওয়াইয়া নেয়, এতে আমার ৫ লাখ টাকার ক্ষতি হয়। ভুক্তভোগী আরোও জানান বিষয়টি আমার মা দেখে ফেলায় কাশেম এবং ফুলেসা বেগম আমার মা’কে মারধর করার জন্য ঘরের বারান্দায় চলে আসে। রফিক ও সাইফুল্লাহ সহ অন্যান্যরা আমার মা কে রক্ষা করে। এ সময় কাশেম ও ফুলেসা বেগমের আমাদের বিভিন্ন হুমকি দেয়। এমন অবস্থা থেকে রক্ষা পাওয়ার জন্য থানা প্রশাসনের হস্তকেপ কামনা করছি।
এ ব্যপারে অভিযুক্ত আবুল কাশেমে এবং ফুলেছা বেগমের সাথে মোঠুফোনে যোগাযোগের চেষ্টা করলে তাদের ফোন বন্ধ পাওয়া যায়৷ এ ঘটনায় আমানুল্লাহ আমান বাদী হয়ে আবুল কাশেম, ফুলেছা বেগমসহ আটজনকে কে বিবাদী করে আটপাড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে৷ থানার ওসি মোহাম্মদ আশরাফুজ্জামান বলেন অভিযোগের আলোকে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে৷
 
				 
				 
								
 
								