টাঙ্গাইল : সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ও প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যর প্রতিবাদে টাঙ্গাইলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে যুবদল। কেন্দ্রীয় কর্মসূচি অংশ হিসেবে বৃহস্পতিবার দুপুরে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে সমাবেশ অনুষ্ঠিত হয়। এর আগে মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
জেলা যুবদলের আহবায়ক খন্দকার রাশেদুল আলম এর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট ফর ইকবাল, জেলা যুবদলের সাবেক আহবায়ক আশরাফ পাহেলি, যুবদলের সদস্য সচিব তৌহিদুল ইসলাম বাবু প্রমুখ।