টাঙ্গাইল প্রতিনিধিঃ
খন্দকার নুরুল মোমেন কায়েস কোমল এর উদ্যোগে টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় নাগরপুর নজরুল সেনার সার্বিক সহযোগীতায়, যদুনাথ ময়দান হাসপাতালে মাঠে মরহুম খন্দকার আবুল কালাম হুমায়ুন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়ে। আজকের খেলায় অংশ গ্রহণ করে কলিয়া বন্ধু একাদশ বনাম দরগ্রাম স্পোর্টিং ক্লাব।
আজ বিকেলে নির্ধারিত সময়ের খেলাটি গোল শূন্য থাকায়, কলিয়া বন্ধু একাদশকে ট্রাইব্রেকারে হারিয়ে দরগ্রাম স্পোর্টিং ক্লাব জয় লাভ করে।
এ খেলায় দরগ্রাম স্পোর্টিং ক্লাব ট্রাই ব্রে কারে জয় লাভ করে। টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য সচিব মো. আশরাফুজ্জামান বিশ্বাস (সেলিম) এর সঞ্চালনায় ও টুর্নামেন্টের আহবায়ক হাবিবুর রহমান খান লিটনের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম। খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরপুর সদর ইউনিয়নের প্রশাসক মো. হাবিবুর রহমান।
খেলা শেষে ম্যান অফ দ্যা ম্যাচ দরগ্রাম স্পোর্টিং ক্লাবের লাবিব এর হাতে পুরস্কার তুলে দেন নাগরপুর থানার অফিসার ইনচার্জ ওসি মো. রফিকুল ইসলাম।