গোবিপ্রবি প্রতিনিধি:
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) এর প্রধান ফটকের নির্মাণ কাজ দীর্ঘ ৫ বছরেও সম্পন্ন হয়নি। ২০২০ সালের ডিসেম্বর থেকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক নির্মাণের কাজ শুরু হলেও এতদিনে কেবলমাত্র অবকাঠামো নির্মাণ সম্পন্ন হলেও এখনও রং, সৌন্দর্যবর্ধন এবং সাইনবোর্ড স্থাপনের মতো গুরুত্বপূর্ণ কাজগুলো ফেলে রাখা হয়েছে। ফলে এই ফটক এখনো শিক্ষার্থীদের কাছে কোনো সুনির্দিষ্ট পরিচয়ের প্রতীক হয়ে উঠতে পারেনি।
এ অবস্থায় বিশ্ববিদ্যালয়ে নতুন ভর্তি হওয়া শিক্ষার্থী, অভিভাবক, আগত অতিথি ও স্থানীয় বাসিন্দাদের প্রতিনিয়ত বিভ্রান্তির মধ্যে পড়তে হচ্ছে। ফটকের ঠিক পাশ দিয়ে যাতায়াত করেও অনেকে বুঝতে পারেন না এটি একটি সরকারি বিশ্ববিদ্যালয়ের প্রবেশদ্বার। এ বিষয়ে ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তাওহীদুল ইসলাম বলেন, নামফলক না থাকায় কেউ বুঝতেই পারেন না এটি একটি সরকারি বিশ্ববিদ্যালয়ের গেট।
আমরা প্রায়ই বিভিন্ন প্রশ্নের মুখোমুখি হই। এটা এক ধরনের অবহেলা। বিশ্ববিদ্যালয়ের সম্মান ও পরিচয়ের প্রশ্নে এটি অত্যন্ত জরুরি। প্রশাসনের চরম ব্যর্থতার অভিযোগ করে ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আজিজুর রহমান শান্ত বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন এতদিনেও একটি গেটের কাজ শেষ করতে পারেনি। প্রতিটি কাজে তাদের অবহেলা ও অদক্ষতার কারণে আমরা অন্যান্য বিশ্ববিদ্যালয়ের চেয়ে পিছিয়ে যাচ্ছি।
একটি গেট বিশ্ববিদ্যালয়ের পরিচয় বহন করে। অথচ প্রশাসন সেটি তৈরি করতেও ব্যর্থ হয়েছে। আমরা প্রশাসনের কাছে দ্রুত গেটের কাজ সম্পন্ন করার দাবি জানাই। এ বিষয়ে গোবিপ্রবির পরিকল্পনা দপ্তরের পরিচালক আতিকুজ্জামান ভূঁইয়া বলেন, মেইন গেটের কাজ সম্পন্ন না করে রাস্তার কাজ সম্পন্ন করায় বাজেট ওভার হয়ে গেছে। এ কারণে গেটের কাজ করা যাচ্ছে না। পরবর্তী বাজেট এলে কাজ শুরু করা যাবে। বর্তমানে বিশ্ববিদ্যালয়ের সকল উন্নয়নকাজ বন্ধ আছে। একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছিল, যার তদন্ত কার্যক্রম চলমান। রিপোর্ট জমা দেওয়ার পর কার্যক্রম শুরু হতে পারে।