কে. এম. সাখাওয়াত হোসেন: স্কুলে যাওয়া-আসার পথে ১৪ বছর বয়সি কিশোরীকে প্রায়ই কু-প্রস্তাব দিয়ে আসতেছিলেন অভিযুক্ত মো. রিয়াদ (১৯) নামে এক যুবক। একদিন ভুক্তভোগী কিশোরী তার বাসার সামনে রাস্তায় বের হলে অভিযুক্ত যুবক প্রেমের প্রলোভন দিয়ে জোরপূর্বক ভুক্তভোগীকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যান।
র্যাব-১৪ (সিপিসি-৩) টাঙ্গা্ইল ক্যাম্প কর্তৃক কিশোরী অপহরণের দায়ে সেই অভিযুক্ত যুবক মো. রিয়াদকে গ্রেফতার এবং অপহৃতা কিশোরীকে উদ্ধার করেছে। অভিযুক্ত যুবক ওই কিশোরী অপহরণ মামলার একমাত্র এজাহারনামীয় আসামি।
সোমবার (২১ জুলাই) সকাল সোয়া ১০টার দিকে র্যাব-১৪ এর অধিনায়কের পক্ষে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্যা জানান র্যাবের মিডিয়া অফিসার।
এরআগে গত রবিবার রাত অনুমান সোয়া ১০টার দিকে অভিযুক্ত যুবককে টাঙ্গাইল জেলার মির্জাপুর থানাধীন গোড়াই মেঘনা ফ্যাক্টরী এলাকায় অভিযান পরিচালনা করে গ্রেফতার করতে সক্ষম হয় র্যাব।
র্যাবের পক্ষ থেকে আরো জানানো হয়, উদ্ধারকৃত ভুক্তভোগী এবং গ্রেফতারকৃত অভিযুক্ত যুবককে ঠাকুরগাঁও সদর থানায় এ মামলার তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে।
গত ১ জুন কিশোরীকে অপহরণ করা হয়। এরপর গত ৩ জুন ভুক্তভোগীর বড় ভাই বাদী হয়ে বোনকে অপহরণের অভিযোগে ঠাকুরগাঁও সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন বলে জানায় র্যাব।