নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় বসতঘর থেকে স্বামী সোহাগ মিয়া (২৪) ও স্ত্রী ঝুমা আক্তার (২১) এই দম্পত্তির ঝুলন্ত নিথরদেহ উদ্ধার করা হয়েছে। পারিবারিক কলহের জেরে তারা আত্মহত্যা করে থাকতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
রবিবার (২০ জুলাই) সকালের দিকে ঝুমার বাবার বসতঘর থেকে মৃতদেহ দুটি উদ্ধার করে পুলিশ।
মৃত সোহাগ মিয়া দুর্গাপুর সদর উপজেলার চকলেংগুরা গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে। ঝুমা আক্তার একই উপজেলার কুড়ালিয়া গ্রামের রহিম উদ্দিনের মেয়ে। সোহাগ ও ঝুমা দম্পত্তির দুই বছর বয়সি কন্যা সন্তান রয়েছে। সোহাগ পেশায় একজন রাজমিস্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত তিন বছর পূর্বে সোহাগ ও ঝুমার বিয়ে হয়। স্ত্রী ও সন্তান নিয়ে সোহাগ তার শ্বশুরবাড়ি কুড়ালিয়া গ্রামে থাকতেন। গত শনিবার রাত ১০টার দিকে রাতের খাবার খেয়ে স্বামী-স্ত্রী ঘুমিয়ে পড়েন। পরে ভোরে অন্য আরেকটি ঘরে ধরণার সাথে দুজনকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা। খবর পেয়ে মৃতদেহ দুটি উদ্ধার করে পুলিশ।
দুর্গাপুর থানার ওসি মাহমুদুল হাসান বলেন, পারিবারিক কলহের জেরে তারা আত্মহত্য করে থাকতে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্যে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। ময়না তদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানান তিনি।