দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয়ের(ইবি) আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২১-২২ বর্ষের শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহর আকস্মিক মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে টর্চলাইট মিছিল করেছে শাখা ছাত্রশিবির।

শুক্রবার (১৮ জুলাই) রাত ৯ টায় বিশ্ববিদ্যালয়ের জিয়া মোড় থেকে মিছিলটি শুরু হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে সংক্ষিপ্ত সমাবেশে সমবেত হয়।

মিছিলে আমার ভাই মরলো কেন, প্রশাসন জবাব চাই, পুকুরেতে লাশ কেন, প্রশাসন জবাব চাই, আমাদের নিরাপত্তা নিশ্চিত করো, করতে হবে, প্রশাসনের টালবাহানা, চলবে না চলবে না, ক্যাম্পাসের লাইটিং নিশ্চিত করো, করতে হবে, ক্যাম্পাসে সিসি ক্যামেরা নিশ্চিত করো, করতে হবে, শতভাগ আবাসন নিশ্চিত করো, করতে হবে, শিক্ষার্থীদের আবাসন,নিশ্চিত করবে প্রশাসন ইত্যাদি স্লোগান দেন তারা।

এসময় উপস্থিত ছিলেন শাখা ছাত্রশিবিরের সভাপতি মাহমুদুল হাসান ও অন্যান্য নেতাকর্মীরা সহ পাঁচ শতাধিক শিক্ষার্থী।

কেন্দ্রীয় কার্যপরিষদের সদস্য ও শাখা সভাপতি মাহমুদুল হাসান বলেন, ‘ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহর মৃত্যুতে আমরা সবাই মর্মাহত ও শোকাহত। আমরা আমাদের ভাই সাজিদ আব্দুল্লাহকে হারিয়েছি। আমরা সাজিদ আব্দুল্লাহকে কেন হারালাম তার সুষ্ঠু তদন্তের জন্য আজকে এখানে দাঁড়িয়েছি। এটাকে নিয়ে প্রশাসন অবহেলা করতে পারবে না। এটাকে নিয়ে  রাজনৈতিক আশ্রয় নেওয়া যাবে না। যদি প্রশাসন নির্দিষ্ট সময়ের মধ্যে তার মৃত্যুর সুষ্ঠু তদন্ত করতে ব্যর্থ হয় তাহলে পুরো প্রশাসনকে অচল করে দেওয়া হবে।’

এছাড়া তিনি বলেন, ‘আজ ছাত্রশিবির ছাত্রশিবিরের দাবি নিয়ে যে আসে নাই।আজ ছাত্র শিবির বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দাবি নিয়ে এসেছে। স্বাধীনতার পর প্রতিষ্ঠিত প্রথম বিশ্ববিদ্যালয় হলেও এখনো পুরো ক্যাম্পাসকে সিসি ক্যামেরার আওতায় আনতে পারে নাই। তার কারণ প্রশাসনকে জবাব দিতে হবে। বিশ্ববিদ্যালয়ে লাইটিং করা হয় নাই, এর পিছনে প্রশাসনের উদ্দেশ্য কি তা ব্যাখ্যা করতে হবে। যদি আপনাদের টাকা না থাকে আমাদেরকে বলুন ভিক্ষা দিয়ে প্রশাসনকে সহযোগিতা করব। প্রশাসনকে স্মরণ করিয়ে দিতে চাই শিক্ষার্থীদের রক্তের উপর দিয়ে আপনারা ক্ষমতায় বসেছেন। আপনারা শিক্ষার্থীদের সুবিধা ও অসুবিধাগুলো ঠিকমতো দেখছেন না। আপনাদের সতর্ক করে দিতে চাই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সকল দাবি মেনে নেওয়া না হয়, শিক্ষার্থীদেরকে নিয়ে এমন এক আন্দোলন গড়ে তোলা হবে এ প্রশাসনকে টিকতে দেওয়া হবে না।’

এ সময় তিনি বেশ কিছু দাবি জানিয়ে বলেন, ‘সাজিদ আব্দুল্লার তদন্ত স্পষ্ট করতে হবে, বিশ্ববিদ্যালকে শতভাগ আবাসিকীকরণ করতে হবে। ক্যাম্পাসে নিরাপত্তা নিশ্চিত করুন, লাইটিং এর ব্যবস্থা করুন, পুরো ক্যাম্পাসে সিসিটিভি ক্যামেরা নিশ্চিত করুন, সনদ উত্তোলনে শিক্ষার্থীদের ভোগান্তি সমাধান করুন, ছাত্রদের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে ছাত্র সংসদ চালু করুন।’

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2025 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version