ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাজিদের মৃত্যুর সুষ্ঠু তদন্ত, নিরাপদ ক্যাম্পাস ও লাশ নিয়ে নোংরা রাজনীতি না করাসহ ৭ দফা দাবিতে সংবাদ সম্মেলন করেছে যুক্তরাষ্ট্র ভিত্তিক মানবাধিকার সংগঠন ‘সোচ্চার স্টুডেন্ট’স নেটওয়ার্ক’ ইবি শাখা।
শুক্রবার (১৮ জুলাই)বিকালে বিশ্ববিদ্যালয়ের ঝালচত্বরে এক সংবাদ সম্মেলনে এসব দাবি করেন সংগঠনটি।
সংবাদ সম্মেলনে তারা বলেন,
ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২১-২২ বর্ষের শিক্ষার্থী সাজিদ আবদুল্লাহ’র অকাল মৃত্যু আমাদের সবাইকে গভীরভাবে মর্মাহত করেছে। একজন শিক্ষার্থী হিসেবে তার জীবনযাত্রার এই করুণ সমাপ্তি আমাদের ব্যথিত করেছে এবং নানা প্রশ্নের জন্ম দিয়েছে।
একজন শিক্ষার্থীর এমন আকস্মিক মৃত্যু হালকাভাবে নেওয়া যায় না। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি জোর দাবি জানাচ্ছি, এই মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে একটি নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত কমিটি গঠন করে অবিলম্বে তদন্ত কার্যক্রম শুরু করা হোক।
এসময় সংগঠনটি ৭টি দাবি উপস্থাপন করে। দাবিসমূহ হলো: ইবি শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহ’র মৃত্যুর সুষ্ঠু তদন্ত করে মৃত্যুর প্রকৃত কারণ নির্দিষ্ট সময়ের মধ্যে উদঘাটন করতে হবে। সাজিদের মৃত্যুর তদন্তে প্রশাসনের বিন্দুমাত্র গাফলতি এবং অসঙ্গতি পরিলক্ষিত হলে, কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে। সাজিদের আকস্মিক মৃত্যুর তদন্ত উদঘাটনে বিশ্ববিদ্যালয়ের সকল রাজনৈতিক ছাত্রসংগঠনকে তদন্ত কাজে সহযোগিতা করতে হবে এবং সুষ্ঠু তদন্তে প্রকৃত ঘটনা উদঘাটন না হওয়া পর্যন্ত কোনো লাশ নিয়ে নোংরা রাজনীতির করা যাবে না।
এছাড়া বিশ্ববিদ্যালয়ের প্রতিটি জায়গাকে সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসতে হবে। এবং নিয়মিত তদারকি করতে হবে। ক্যাম্পাসের প্রতিটি জায়গায় পর্যাপ্ত আলোর ব্যবস্থা করতে হবে। প্রত্যেক হলের প্রভোস্ট ও হাউজ টিউটরদের ক্যাম্পাসে সার্বক্ষণিক অবস্থান নিশ্চিত করতে হবে। ইসলামী বিশ্ববিদ্যালয়ে বহিরাগত প্রবেশ সম্পূর্ণভাবে বন্ধ করতে হবে। প্রধান ফটক থেকে শুরু করে পকেট গেইট পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রতিটি গুরুত্বপূর্ণ জায়গার নিরাপত্তা জোরদার করতে হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের শাখা সভাপতি আব্দুল্লাহ আল রাহাত, সহ সভাপতি মোশাররফ হোসেন ও রাসেল আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মারিয়াম আক্তার চৈতী ও উম্মে হাবিবা সিগমা, যুগ্ম সাংগঠনিক সম্পাদক আব্দুল মাজেদ সাগর। দপ্তর সম্পাদক নেয়ামতুল্লাহ ফারিস, অর্থ সম্পাদক তানভীর আহমেদ ও নারী বিষয়ক সম্পাদক মুমতাহিনা রিনি, তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক সাইফ উদ্দীনসহ অন্যান্য কার্যনির্বাহী সদস্যবৃন্দ।
এসময় সংগঠনটি সাজিদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও তার শোকসন্তপ্ত পরিবার, বন্ধু-বান্ধব ও সহপাঠীদের প্রতি সমবেদনা জ্ঞাপন করে।
প্রসঙ্গত, বৃহস্পতিবার (১৭ জুলাই) সাড়ে ৬ টার দিকে শাহ আজিজুর রহমান হল সংলগ্ন পুকুর থেকে ইবি থানা পুলিশের উপস্থিতিতে সাজিদের মরদেহ উদ্ধার করা হয়। পরে রাত ৮টায় কুষ্টিয়া সদর হাসপাতালের চিকিৎসক ড. সুতপা রায় উদ্ধারকৃত লাশকে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে তিনি জানান, পানিতে ডুবে যাওয়ার কারণে মৃত্যু হয়েছে।
তবে শিক্ষার্থীদের দাবি, সাজিদ একজন দক্ষ সাঁতারু ছিলেন। এটি কোনো স্বাভাবিক মৃত্যু হতে পারে না। সাজিদের অকাল মৃত্যুতে সাধারণ শিক্ষার্থীসহ শাখা ছাত্রদল,বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ছাত্রশিবির, খেলাফত ছাত্র মজলিস, ছাত্র ইউনিয়নসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থী গভীর শোক প্রকাশ করে প্রশাসনের নিকট সুষ্ঠু তদন্ত করে সত্য ঘটনা উদঘাটনের দাবি জানান।