কে. এম. সাখাওয়াত হোসেন: নেত্রকোনা মডেল থানার ওসি কাজী শাহনেওয়াজ এবারও শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন। এ থানায় যোগদানের পর গত নয় মাসে পাঁচ বারই শ্রেষ্ঠ ওসি’র পুরস্কার পেলেন তিনি।
বুধবার (১৬ জুলাই) জেলা পুলিশ সুপারের কার্যালয় সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। গত মঙ্গলবার দুপুরের দিকে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জের পুরুস্কারসহ ১৮ ক্যাটাগরিতে পুরুস্কার প্রাপ্তদের হাতে তুলে দেন নেত্রকোনা জেলার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ।
১৮ জন পুরুস্কার প্রাপ্তদের মধ্যে ওসিসহ তিনজনই হলেন নেত্রকোনার মডেল থানায় কর্মরত। তারা হলেন- শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক (তদন্ত) চম্পক দাম ও শ্রেষ্ঠ এসআই (নিঃ) মো. মোশারফ হোসেন।
জানা যায়, বিভিন্ন ইউনিটে কর্মরত কর্মকর্তা ও ফোর্সদের গত জুন মাসের আলোকে জেলায় কৃতিত্বপূর্ণ সাফল্যের জন্য বিভিন্ন ক্যাটাগরীতে তাদেরকে পুরুস্কিত করা হয়।
অন্যান্যদের মধ্যে রয়েছেন, শ্রেষ্ঠ সার্কেল হিসেবে সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার স্বজল কুমার সরকার, শ্রেষ্ঠ আইসি শ্যামগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক (নিঃ) রুহুল আমিন, শ্রেষ্ঠ বিট অফিসার কলমাকান্দার সিধলী পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই (নিঃ) পরিমল চন্দ্র সরকার, শ্রেষ্ঠ এএসআই (নিঃ) পূর্বধলার থানার মো. শাহজাহান কবির।
পুলিশ লাইন্সে কর্মরত সর্বোচ্চ ডিউটিকারী চারজন- এসআই (স.) আনোয়ার হোসেন, নায়েক মোজাহিদুল ইসলাম, কনষ্টেবল আনিছুর রহমান ও নারী কনস্টেবল জান্নাতুল ফেরদৌস বেলী। সর্বোাচ্চ ডিউটিকারী ট্রাফিক কনস্টেবল মো. মিয়াজ উদ্দিন ও বিশেষ পুরুস্কার পেয়েছেন পুলিশ হাসপাতালে ফার্মাসিষ্ট মো. ইলিয়াস আহম্মেদ।
এছাড়াও বিশেষ পুরুস্কার পেয়েছেন- মোহনগঞ্জ থানার ওসি মো. আমিনুল ইসলাম (পিপিএম), একই থানার এসআই (নিঃ) দেলোয়ার হোসেন ও তাদের টিম, পুলিশ লাইন্স এর যানবাহন শাখার ইনচার্জ এসআই (নিঃ) মো.ইয়ার আলী, জেলা গোয়েন্দা শাখা (পশ্চিম) এর এসআই (নিঃ) ও তার টিম এবং এলআইসি শাখার দুজনের একজন এএসআই (নিঃ) মো. আবুল হোসেন ও এএসআই (নিঃ) অনুপ দত্ত।