কে. এম. সাখাওয়াত হোসেন: নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের তত্ত্বাবধায়কের সাথে জেলা স্বাস্থ্য অধিকার ফোরাম ও জেলা স্বাস্থ্য অধিকার যুব ফোরামের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (১৫ জুলাই) বেলা সাড়ে ১২টার দিকে নেত্রকোন সদর হাসপাতালের তত্বাবধায়েকের কক্ষে স্বাবলম্বী উন্নয়ন সমিতি ও বাংলাদেশ হেলথ ওয়াচের সহযোগিতায় হাসপাতাল কর্তপক্ষ ও ফোরামের সাথে এ মতবিনিময় সভা হয়েছে।
এতে সভাপতিত্ব করেন হাসপাতালে ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়কের দায়িত্বে থাকা ডা. মোহাম্মদ একরামুল হাসান।
এ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, সদর হাসপাতালের আরএমও (ভারপ্রাপ্ত) ডা. মো. মাজহারুল আমীন, হাসপাতালের সমাজ সেবা কর্মকর্তা ফেরদৌস আহম্মেদ, সিনিয়র স্টাফ নার্স, পরিসংখ্যান অফিসার ইনচার্জ, গ্রোগ্রাম অফিসার, ওসিসি, জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সদস্য ও উদীচী শিল্পী গোষ্ঠীর সভাপতি মোস্তাফিজুর রহমান খান এবং যুব ফোরামের সমন্বয়কারী সুমাইয়া আক্তার, হাফসা ইসলাম মোহসহ নয়জন। এছাড়াও স্বাবলম্বী উন্নয়ন সমিতির কোহিনূর বেগম ও অলিভিয়া আক্তার।
উপস্থিত ব্যক্তিবর্গগণ হাসপাতালে সমস্যা নিয়ে আলোচনা করেন এবং ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ও আরএমও হাসপাতালের মতবিনিময়ে উপস্থাপিত সমস্যা সমাধানে দ্রুত ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন।