দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

নিজস্ব প্রতিবেদক: শিক্ষাঙ্গনে অশান্তি, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও তরুণ সমাজকে বিভ্রান্ত করার উদ্দেশ্যে একটি গোপন চক্রের ষড়যন্ত্রমূলক তৎপরতার প্রতিবাদে নেত্রকোনার কেন্দুয়ায় বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গ-সহযোগী সংগঠনসমূহ।

মঙ্গলবার (১৫ জুলাই) বিকেলে কেন্দুয়া উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি কেন্দুয়া বাজারের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে। এতে নেতৃত্ব দেন কেন্দুয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, সাবেক পৌর মেয়র ও নেত্রকোনা-৩ আসনের বিএনপি দলীয় মনোনয়ন প্রত্যাশী জননেতা আলহাজ্ব দেলোয়ার হোসেন ভূঁইয়া দুলাল।

বিক্ষোভ পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে দেলোয়ার হোসেন ভূঁইয়া দুলাল বলেন, একটি কুচক্রী মহল শিক্ষাঙ্গনে অরাজকতা ছড়িয়ে দিয়ে তরুণ প্রজন্মকে বিপথে নিতে চায়। তারা পরিকল্পিতভাবে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে রাজনৈতিক ফায়দা হাসিলের অপচেষ্টায় লিপ্ত।

তিনি আরও বলেন, কেন্দুয়ার গন্ডা ইউনিয়নের বিএনপি কর্মী মো. রফিকুল ইসলাম শামীম গত ১৩ দিন ধরে নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় আমরা গভীরভাবে উদ্বিগ্ন। দ্রুত তাকে খুঁজে বের করতে সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি আহ্বান জানাচ্ছি।

সমাবেশে বক্তারা বলেন, গোপন সংগঠনের মাধ্যমে রাষ্ট্রবিরোধী অপতৎপরতা কোনোভাবেই বরদাশত করা হবে না। দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সরকারকে কঠোর পদক্ষেপ নিতে হবে।

বক্তারা আরও জানান, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে জনগণের ভোটাধিকার, স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষার আন্দোলনে বিএনপি রাজপথে আছে এবং থাকবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে এই সংগ্রাম চলবে।

সমাবেশে উপস্থিত ছিলেন, সাবেক আহবায়ক পৌর বিএনপি সৈয়দ মাহমুদুল হক ফারুক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ফরিদ আহমেদ, উপজেলা বিএনপি’র সাবেক সদস্য শামিম আহমেদ সোহেল ও মিরাশ উদ্দিন ভূঁইয়া, মাসকা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান খুকুমনি, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাওন খন্দকার জুয়েল, মোজাফ্ফরপুর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক পাপ্পু সওদাগর, উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক হারুন আর রশিদ, স্বেচ্ছাসেবক দলের মো. অপু ভূঁইয়া, ছাত্রদলের শাফিন আহমেদ ভূঁইয়া, উপজেলা উলামা দলের সভাপতি হুমায়ূন কবির রতন এবং সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। আন্দোলনকারীরা অবিলম্বে গোপন সংগঠনের ষড়যন্ত্র বন্ধে রাষ্ট্রীয় পদক্ষেপ এবং নিখোঁজ যুবদল নেতা শামীমের সন্ধান নিশ্চিত করার দাবি জানান।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2025 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version