পবিপ্রবি প্রতিনিধি:
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ভ্রমণপ্রিয় শিক্ষার্থীদের সংগঠন পিএসটিইউ ট্রাভেলার্স সোসাইটি (PSTUTS) সম্প্রতি দেশের অন্যতম প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত স্থান টাঙুয়ার হাওরে একটি সফল ও সচেতনতামূলক ট্যুর আয়োজন করেছে। পবিপ্রবি থেকে যাত্রা শুরু করে নেত্রকোনা ও সুনামগঞ্জ হয়ে মধ্যনগর উপজেলার ঘাট দিয়ে হাওরে প্রবেশ করেন ৪৩ জন সদস্য। পুরো ভ্রমণকালে নিরাপত্তা নিশ্চিত করা হয় সর্বোচ্চ পর্যায়ে।
মধ্যনগরের ইউএনও জনাব উজ্জ্বল রায় অংশগ্রহণকারীদের স্বাগত জানান এবং ভ্রমণ নির্বিঘ্ন করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা ও সহায়তা প্রদান করেন। সদস্যরা নৌকায় রাত যাপন, হাওরের নয়নাভিরাম প্রকৃতি উপভোগ, স্থানীয় গ্রামাঞ্চল পরিদর্শন এবং এলাকার মানুষজনের সঙ্গে ঘনিষ্ঠ সময় কাটানোর সুযোগ পান।
এছাড়াও, ভ্রমণের একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল টাঙুয়ার হাওরের বিভিন্ন স্থানে প্লাস্টিক ও বর্জ্য অপসারণ কার্যক্রম। পরিবেশ রক্ষায় সচেতনতা বাড়াতে এই উদ্যোগটি প্রশংসিত হয়। সংগঠনের সভাপতি হিমেল মজুমদার বলেন, “স্থানীয় মানুষের আন্তরিক ব্যবহার আমাদের মুগ্ধ করেছে। আমরা ভবিষ্যতে আবারও এখানে আসতে চাই এবং অন্যদেরও এখানে ঘুরে যাওয়ার আহ্বান জানাই। টাঙুয়ার হাওর একটি নিরাপদ ও অসাধারণ গন্তব্য।”