টাঙ্গাইল প্রতিনিধিঃ
টাঙ্গাইলের নাগরপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি অবমাননা ও পোড়ানোর প্রতিবাদে নাগরপুরে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। ১৪ জুলাই সোমবার দুপুরে বিএনপি নেতা রবিউল আউয়াল লাভলু’র দিকনির্দেশনায় একটি বিক্ষোভ মিছিল নাগরপুর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেছে।
এসময় বিক্ষোভকারীরা, বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি অবমাননা করে পোড়ানো ব্যক্তি বাংলাদেশ জামায়াত শিবিরের আলভিকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানায়। বিক্ষোভকারীরা দাবি করে বলে নাগরপুরের ছেলে জামাত নেতা আলভী মিডর্ফোড এলাকায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি অবমাননা করে। তার বাবা চট্টগ্রাম পুলিশের একজন এসএসআই হিসেবে দায়িত্ব পালন করছেন।
তাকেও আইনের আওতায় আনার দাবি জানায় বিক্ষোভকারীরা। এ বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা বিএনপির সহ সভাপতি নিয়ামত আলী সুইট, যুগ্ম সম্পাদক ফারুক আহমেদ খান, সাবেক ভিপি আরিফুল ইসলাম নবা, যুবদলের যুগ্ম আহবায়ক ইকবাল হোসেন, সাবেক জি এস নুরুজ্জামান রানা, যুবদল নেতা শামছুল, গয়হাটা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হেলাল, জিয়া সাইবার ফোর্সের রাসেল সহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।