নিজস্ব প্রতিবেদক: যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নেত্রকোনার কলমাকান্দায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৪ জুলাই) সন্ধ্যায় কলমাকান্দা প্রেসক্লাব হল রুমে আলোচনা সভা ও যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন চত্রংপুর জামে মসজিদের মোয়াজ্জেম শাহীন মিয়া।
অনুষ্ঠানে কলমাকান্দা উপজেলা স্বজন সমাবেশের সাধারণ সম্পাদক ডা. অলক কুমার সিংহের সঞ্চালনায় ও প্রভাষক প্রণয় কুমার তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন কলমাকান্দা প্রেসক্লাবের সভাপতি শেখ শামীম।
এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, যুগান্তর প্রতিনিধি প্রান্ত সাহা বিভাস, কলমাকান্দা প্রেসক্লাবের সাবেক সিনিয়র সহ-সভাপতি আব্দুর রশিদ আকন্দ, কোষ্যধ্যক্ষ জহিরুল ইসলাম মামুন, দপ্তর সম্পাদক কাজল তালুকদার, সাংবাদিক রেজাউল করীম রজব, মোজাহিদ বিল্লাহ, আব্দুর রশিদ প্রমুখ।