নিজস্ব প্রতিবেদক: র্যাব-১৪ (সিপিসি-২) এর কিশোরগঞ্জ ক্যাম্প ও ভ্রাম্যমান আদালতের বিচারক কর্তৃক যৌথ অভিযানে পাঁচ প্রতিষ্ঠাকে পাঁচ লক্ষ টাকা জরিমানা ও তা আদায় করা হয়েছে।
জরিমানাকৃত প্রতিষ্ঠানগুলো হলো- কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার পাকুন্দিয়া বাজারের সুজিত চন্দ্র এর ‘রামকৃষ্ণ মিষ্টান্ন ভান্ডার’ ও ইব্রাহিম মৃধা এর ‘অবকাশ হোটেল’ এবং একই জেলার ভৈরব উপজেলার মো. মোর্শেদ এর ‘হাজী এন্ড পার্টি সেন্টার’, মো. শাওন এর ‘মায়ের দোয়া বেকারী’ ও দুর্জয় মোড়ে আব্দুল কাইয়ুম এর ‘সরদার মিষ্টান্ন ভান্ডার’।
রবিবার (১৩ জুলাই) র্যাব-১৪ এর অধিনায়কের পক্ষে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান মিডিয়া অফিসার।
এরআগে গত ১২ জুলাই দুপুর ১২টা থেকে বিকেল ৪টার পর্যন্ত সিনিয়ার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের সাথে র্যাবের ভৈরব ক্যাম্প যৌথ অভিযানে পাকুন্দিয়া ও ভৈরব উপজেলায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।
র্যাব আরো জানায়, “নিরাপদ খাদ্য আইন ২০১৩” মোতাবেক প্রত্যেক প্রতিষ্ঠান থেকে এক লক্ষ টাকা করে পাঁচ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়।