গাইবান্ধা প্রতিনিধি।।
গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলায় অবৈধভাবে বালু উত্তলনের দায়ে দুজনকে আটক করেছে যৌথবাহিনী। উপজেলার গজারিয়া ইউনিয়নের ব্যাইংকা গ্রামে সেনাবাহিনীর অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত দুটি ড্রেজার মেশিন, একটি টিউবওয়েল ও দুটি মোবাইল জব্দ করা হয়েছে।
অভিযানে দুজন বালু ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (৯ জুলাই) বিকেলের পর থেকে রাত ৮টা পর্যন্ত প্রায় চার ঘণ্টাব্যাপী এ অভিযান চালানো হয়। সেনাবাহিনীর ক্যাপ্টেন রুবায়েতের নেতৃত্বে পরিচালিত অভিযানে ব্যাইংকা গ্রামের একটি নালায় অবৈধভাবে বালু উত্তোলনের সময় এসব সরঞ্জাম জব্দ ও ধ্বংস করা হয়। এ সময় আরও তিনটি ড্রেজার মেশিন ও পাইপ হেমার দিয়ে ভেঙে ফেলা হয় এবং পরে আগুন লাগিয়ে ধ্বংস করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—ফুলছড়ি উপজেলার নিলকুঠি গ্রামের নজরুল ইসলামের ছেলে এনামুল হক (৩২) এবং মৃত মোজাম্মেল হকের ছেলে জাহাঙ্গীর আলম (৩০)। অভিযান শেষে রাত ৮টার দিকে সেনা ক্যাম্প কমান্ডারের উপস্থিতিতে গ্রেফতারকৃত দুই বালু ব্যবসায়ীসহ জব্দকৃত মালামাল ফুলছড়ি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এদিকে স্থানীয়রা সেনাবাহিনীর এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।
তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে প্রশাসনের নির্লিপ্ততায় এলাকায় অবৈধ বালু উত্তোলন চলছিল, যার ফলে বসতবাড়ি ও ফসলি জমি হুমকির মুখে পড়ছিল। সেনাবাহিনীর এ অভিযান এলাকায় স্বস্তি ফিরিয়েছে। এলাকাবাসীর দাবি, এমন অভিযান যেন নিয়মিতভাবে পরিচালিত হয়।