রিয়াদ ইসলাম জলঢাকা:
বাংলাদেশ জামায়াতে ইসলামী জলঢাকা উপজেলা শাখার উদ্যোগে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৯ জুলাই) বিকেল সাড়ে ৫ টায় জলঢাকা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা আমীর মোঃ মোখলেছুর রহমান।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী নীলফামারী জেলা আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারি মাওলানা আন্তাজুল ইসলাম, জেলা সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট আলফারুক আব্দুল লতীফ, জেলা মজলিশে শূরা সদস্য মাওলানা ওবায়দুল্লাহ সালাফী, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি প্রভাষক মনিরুজ্জামান জুয়েল, জেলা কর্মপরিষদ সদস্য প্রভাষক মোঃ ছাদের হোসেন ও প্রভাষক আব্দুল কাদিম।
এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা নায়েবে আমীর মোঃ কামরুজ্জামান ও উপজেলা সহকারী সেক্রেটারি মোঃ মোজাহিদ মাসুম সহ জামাতের নেতৃবৃন্দ। সভায় রাজনৈতিক, সামাজিক ও সাংবাদিকতার নানা বিষয় নিয়ে খোলামেলা আলোচনা হয়। এসময় বক্তারা বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ ও জাতির বিবেক।
তারা শুধু খবর পরিবেশন করেন না, বরং সমাজে অন্যায়ের বিরুদ্ধে জনমত গঠন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। বক্তারা আরও বলেন, সাহসিকতা ও নিরপেক্ষতার সঙ্গে সাংবাদিকরা যে দায়িত্ব পালন করেন, তা গণতন্ত্র ও সুশাসনের জন্য অপরিহার্য। সভা শেষে সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে নেতৃবৃন্দ বলেন, জামায়াতে ইসলামী গণমাধ্যমের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে আগ্রহী এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।