ইবি প্রতিনিধি:
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মূখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, আমরা রাজনীতিবিদদের জন্য রাজনীতি কঠিন করে দিবো এবং সেটা আমরা করতে পেরেছি। বুধবার(৯ জুলাই) রাত সাড়ে দশটায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রধান ফটকের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন।
হাসনাত আব্দুল্লাহ আরও বলেন,‘আবার আমরা জুলাই সনদের জন্য ৩ই আগস্ট শহীদ মিনারে মিলিত হবো। সেইদিন ছাত্র জনতা যখন যাবে, আমাদের আর পিছনে ফেরার কিন্তু কোনো জায়গা নাই। আমরা ডক্টর মুহাম্মদ ইউনূসকে বলছি, এই জুলাই সনদ কিন্তু কোনো কবিতা না। কোনো রাজনৈতিক রেটোরিক না। এটা আমাদের পরবর্তীতে বাঁচার সনদ। এটা দ্বিতীয় বাংলাদেশের একটা তফসিল। এই জুলাই সনদ অবশ্যই দিতে হবে।’
এসময় সমাবেশে উপস্থিত ছিলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সংগঠনের উত্তরাঞ্চলের মূখ্য সংগঠক সারজিস আলম, সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা, যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব, মূখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী ও অন্যান্য নেতৃবৃন্দসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইবির সমন্বয়ক এস এম সুইট, সহ-সমন্বয়ক তানভীর মাহমুদ মন্ডল, গোলাম রব্বানী ও ইয়াসিরুল কবির সৌরভসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।