সুনামগঞ্জ প্রতিনিধি::
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত ‘রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা’ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে মোটরসাইকেলের শোভাযাত্রা নিয়ে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন সুনামগঞ্জ জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য এবং সুনামগঞ্জ-৪ (সুনামগঞ্জ সদর ও বিশ্বম্ভরপুর) আসনের বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট নূরুল ইসলাম নূরুল।
তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক, সুনামগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
মঙ্গলবার (৮ জুলাই) বিকেলে সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়নে ‘চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্টে’ প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে মাঠে উপস্থিত দর্শকদের মধ্যে তিনি তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের গুরুত্ব তুলে ধরে লিফলেট বিতরণ করেন। পরে ফুটবল টুর্নামেন্টে শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল।
অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল বলেন, তারেক রহমানের দেওয়া ৩১ দফা জাতির সামনে এক নতুন দিগন্ত উন্মোচন করেছে। একটি সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে এই দফাগুলোর বাস্তবায়ন অপরিহার্য। তিনি উপস্থিত সকলের প্রতি এই ৩১ দফা সম্পর্কে অবগত হওয়ার এবং এর বাস্তবায়নে সোচ্চার হওয়ার আহ্বান জানান।
এসময় জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আকবর আলী, রংগারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই, সদর উপজেলা বিএনপির আহবায়ক ফারুক আহমদ লিলু, সদর উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক মোরশেদ আলম, সদর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুর রহিম, যুগ্ম আহবায়ক রকিবুল ইসলাম দিলু, যুগ্ম আহবায়ক নুর উদ্দিন, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক মুর্শেদ আলম, জেলা বিএনপি নেতা আক্তারুজ্জামান রিন্টু, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক তোফাজ্জল হোসেন,যুগ্ম সম্পাদক মমিনুল হক কালারচান, সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রাজু, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মনাজ্জির হোসেন, সিনিয়র যুগ্ম আহবায়ক সুহেল আহমেদ, সদস্য সচিব জাহাঙ্গীর আলম, সদর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আবুল কাশেম দুলু প্রমূখ।