ঝালকাঠির নলছিটিতে ১১৫ পিস ইয়াবাসহ রাহাত হাওলাদার ( ২৩) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (৭ জুলাই) রাত আটটার দিকে উপজেলার টিএন্ডটি সড়কে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম।
গ্রেফতার হওয়া রাহাত হাওলাদার পৌরসভার নান্দিকাঠি গ্রামের শাহ আলম হাওলাদারের ছেলে।
নলছিটি থানার ওসি আব্দুস ছালাম জানান, আসামীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করার করা হয়েছে।