মধ্যনগর(সুনামগঞ্জ)প্রতিনিধি:
সুনামগঞ্জের মধ্যনগরে থানা পুলিশের অভিযানে দুই জন ওয়ারেন্ট ভুক্ত আসামী গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার দুপুর ১:৩০ মিনিটের দিকে মধ্যনগর থানার চৌকস অফিসার ইনচার্জ মনিবুর রহমানের দিকনির্দেশনায় এসআই মোঃইউছুব আলী ও এসআই আলমগীর হোসেন সঙ্গীয় ফোর্সের সহায়তায় মধ্যনগর সদর ইউনিয়নের মধ্যনগর বাজার থেকে তাদেরকে আটক করে।
আটককৃতরা হলেন-মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের চান্দালিপাড়া গ্রামের আয়নাল হক এর স্ত্রী মালা আক্তার ও মধ্যনগর সদর ইউনিয়নের টেপিরকোনা গ্রামের আব্দুল গণির ছেলে কাছা মিয়া। মধ্যনগর থানার অফিসার ইনচার্জ মনিবুর রহমান বলেন,(সিআর) নারী ও শিশু মোকাদ্দমা নং-২৬১/২০১৯ ও দায়রা-৩২৬১/২৩,শ্রীপুর-১৪(৬)২৩ এর ওয়ারেন্টভুক্ত এই দুই জন আসামীদের কে আজ গ্রেপ্তার করে,বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।