দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

জবি প্রতিনিধি:

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) মার্কেটিং বিভাগের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী বর্ণাঢ্য আয়োজনে উদ্‌যাপন করা হয়েছে। শনিবার (৫ জুলাই) বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে দিনব্যাপী অনুষ্ঠানের সূচনা হয়। এরপর এক আনন্দঘন র্যালি শেষে বিশ্ববিদ্যালয়ের মুক্ত মঞ্চে আলোচনা সভা, কেক কাটা, ফান গেমস, বিতর্ক, নাট্য প্রদর্শনী, পুরস্কার বিতরণ এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আলোচনা সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জবির উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম। তিনি মার্কেটিং শিক্ষার সামাজিক গুরুত্ব ও ভবিষ্যতের চ্যালেঞ্জ নিয়ে বক্তব্য দেন এবং অ্যালামনাই নেটওয়ার্ককে শিক্ষার্থীদের জন্য একটি শক্তিশালী সহায়ক কাঠামো হিসেবে উল্লেখ করেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও বর্তমানে ডেনমার্কের অ্যালবর্গ বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ বখতিয়ার রানা।

তিনি বিভাগের শুরুর সময়ের চ্যালেঞ্জ ও সাফল্যের কথা তুলে ধরেন এবং শিক্ষার্থীদের গবেষণায় উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. ইমরানুল হক। আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ মঞ্জুর মুর্শেদ ভূঁইয়া, অধ্যাপক ড. মো. জাকির হোসেন এবং অধ্যাপক ড. শেখ রফিকুল ইসলাম।

করপোরেট জগতের অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের সিইও সৈয়দ আলমগীর, রেকিট বেনকিজার বাংলাদেশের সেলস অ্যান্ড অ্যাডমিন ম্যানেজার সাইফ মুহাম্মদ আনোয়ার, প্রিয় শপের সিইও আশিকুর আলম খান এবং ওয়ালটনের টিম লিডার আরিফ। তাঁরা শিক্ষার্থীদের ক্যারিয়ার পরিকল্পনা ও ভবিষ্যতের করপোরেট চ্যালেঞ্জ সম্পর্কে দিকনির্দেশনা দেন।

আলোচনা পর্বের শুরুতে ২০২৪ সালের জুলাই বিপ্লবের শহিদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আয়োজনের সমাপ্তি ঘটে। প্রায় দুই দশক ধরে বিপণন শিক্ষায় অগ্রণী ভূমিকা রাখা এ বিভাগটির এ আয়োজন শিক্ষার্থী, শিক্ষক, অ্যালামনাই ও করপোরেট ব্যক্তিত্বদের অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে ওঠে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2025 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version