নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনায় দুই সহস্রাধিকার অসহায় ও দুস্থদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরন করা হয়েছে। সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে নেত্রকোনা পৌরশহরের চকপাড়ায় জেলা বিএনপি নেতা ও জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি মো. আব্দুল্লাহ আলম মামুন খান রনির উদ্যোগে এই সব শীতবস্ত্র বিতরন করা হয়।
বিতরনের সময় বিএনপি নেতা আব্দুল্লাহ আল মামুন খান রনি বলেন, ইতোপূর্বে প্রত্যেকটি প্রকৃতিক দুর্যোগ ও শীতের সময় শীতবস্ত্র আমাদের ক্ষুদ্র প্রচেষ্টায়, আমি এবং আমার কিছু ছোট ভাই ও কিছু বন্ধুদের সকলের সম্মেলিত উদ্যোগে প্রতিবারের ন্যায় দুই হাজার শীতবস্ত্র কম্বল বিতরন করেছি। আমাদের এধরনের মানবিক কার্যক্রম ধারাবাহিকভাবে চলবে। আমরা একটা জিনিস চিন্তা করি, মানুষ মানুষের জন্যে। আমাদের যতটুকু সাধ আছে, ততটুকু সাধ্য নাই। সাধ্যের মধ্যে যতটুকু সম্ভব ততটুকুই নেত্রকোনা পৌরশহর ও নেত্রকোনার যারা সাধারণ মানুষের জন্য কাজ করার চেষ্টা করি। আমাদের যে আগ্রহ ও ইচ্ছা রয়েছে, করুনাময় আল্লাহ তা’য়ালার পৃথিবীতে রাখবেন, ইন্-শাল্লাহ এ ধরণের কার্যক্রম চালিয়ে যাবো।
তিনি আরো বলেন, আমরা যারা বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবারের সদস্য আছি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে লালন করে রাজনীতি করি। আমাদের আদর্শিক নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও আমাদের নেতা বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তারা একটা কথা সব সময় বলেন, মানুষ মানুষের জন্য। সামনে নির্বাচনকে রেখেই যে এই কার্যক্রম করেছি বিষয়টি এমন না। আমরা প্রত্যেকটা প্রাকৃতিক দুর্যোগে সাধ্য মতো যতটুকু পারি মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। আপনাো জানতে পারবেন, নেত্রকোনাসহ সারা দেশে শীত বিদ্যমান আছে। এই শীতে আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা থেকে অতি দরিদ্র সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করেছি।
এসময় নেত্রকোনা পৌরসভার বিভিন্ন ওয়ার্ড বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাসহ টিম রনির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
