টাঙ্গাইল প্রতিনিধিঃ
টাঙ্গাইলের নাগরপুর উপজেলার হাসপাতাল মাঠ (যদুনাথ ময়দানে) ৪ জুলাই শুক্রবার বিকেলে নাগরপুর ফুটবল একাডেমি আয়োজিত টুর্নামেন্টে উদ্বোধন করেন বিশিষ্ট শিল্পপতি খন্দকার নুরুল মোমেন কায়েস (কোমল)। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলার ইউএনও আরাফাত মোহাম্মদ নোমান। উল্লেখ্য, মরহুম খন্দকার আবুল কালাম হুমায়ুনের সুযোগ্য পুত্র শিল্পপতি নুরুল মোমেন কায়েস কোমল দেশের একজন একজন অন্যতম রপ্তানিকারক।
উদ্বোধনী খেলাটিতে অংশ নেয় টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার মরহুম ফরহাদ হোসেন তালুকদার ফুটবল একাডেমি বনাম মানিকগঞ্জের দরগ্রাম স্পোর্টিং ক্লাব। খেলা শুরুর কিছুক্ষণ পরেই কর্নার কিক থেকে বল গোপালপুর টিমের গোলরক্ষকের প্রতিরক্ষা ভেদ করে খেলার ১৪ মিনিটের সময় ২৭ নম্বর জার্জি পরিহিত (বিএএসপির খেলোয়াড়) জাকির বল গোলরক্ষকের প্রতিরোধ ভেদ করে বল গোলপোস্টে ঢোকাতে সক্ষম হন দরগ্রাম স্পোর্টিং ক্লাব।
এ খেলায় টিম ১-০ গোলে দরগ্রাম স্পোর্টিং ক্লাব জয় লাভ করে। বৃষ্টি উপেক্ষা করে খেলায় হাজারো দর্শকের সমাগমে উদ্বোধনী খেলাটি প্রাণবন্ত হয়ে উঠে। খেলার শুরু থেকে শেষ পর্যন্ত বৃষ্টি থাকলেও ফুটবল মাঠ থেকে ১ দর্শকেও সরাতে পারেনি বৃষ্টি। নাগরপুরবাসী কতটা ফুটবল প্রেমি সেটা বৃষ্টি উপেক্ষা করে খেলা দেখা দর্শকদের দেখেই অনুমান করা যায়। খেলা শেষে ম্যান অফ দা ম্যাচ ২৭ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় জাকির কে ম্যান অফ দা ম্যাচ ট্রফি তুলে দেন চানিজ ব্যবসায়ী ডং সি ফেং।