নিজস্ব প্রতিবেদক:
ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি)-এর অর্থনীতি বিভাগ আয়োজিত এবং আইইএস-আইইউবিএটি ইকোনমিক্স সোসাইটি পরিচালিত এক শিক্ষার্থী সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে “২০২৫–২৬ অর্থবছরের জাতীয় বাজেট: সংক্ষিপ্ত বিশ্লেষণ” শীর্ষক এই সেমিনারটি অনুষ্ঠিত হয় সেমিনারে বিশ্ববিদ্যালয়ের ইকোনোমিক সোসাইটির প্রেসিডেন্ট ইয়ামিন হোসেন ও পাবলিক রিলেশন সেক্রেটারি মমিনুল আলম জাতীয় বাজেটের সারসংক্ষেপ, বিশ্লেষণ, আগের কয়েক বছরের বাজেটের সঙ্গে তুলনা ও ভবিষ্যৎ পূর্বাভাস তুলে ধরেন।
প্রধান অতিথির বক্তব্যে আইইউবিএটির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. আবদুর রব বলেন, “জাতীয় বাজেট কেবল আর্থিক নথি নয়, বরং দেশের সম্ভাবনা ও অগ্রগতির একটি দিকনির্দেশনা। আমাদের উচিত বাজেটের ভেতরের সম্ভাবনাগুলো চিহ্নিত করে তা কাজে লাগানো।” অর্থনীতি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. গোলাম রাসেল বলেন, “একটি অনুন্নত দেশ কীভাবে উন্নয়নশীল দেশের দিকে এগিয়ে যেতে পারে, বর্তমান বাজেট সেই পথরেখার ইঙ্গিত দেয়।
পরিকল্পিত ও সঠিক প্রয়োগই পারে এ সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে।” ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. মোজাফফর আলম চৌধুরী বাজেটের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক ও বাস্তব প্রেক্ষাপট তুলে ধরেন। তিনি বলেন, “বাজেটে কিছু উদ্বেগজনক বিষয়ও রয়েছে, যেগুলো মোকাবিলা করতে হলে সুনির্দিষ্ট কৌশল প্রয়োজন।” সেমিনারে বক্তব্য রাখতে গিয়ে আইইএস প্রেসিডেন্ট ইয়ামিন হোসেন বলেন, “জাতীয় বাজেট শুধু সরকারের আয়-ব্যয়ের হিসাব নয়, বরং এটি একটি রাষ্ট্রের উন্নয়ন ভাবনার প্রতিচ্ছবি।
শিক্ষার্থী হিসেবে আমাদের উচিত বাজেট বিশ্লেষণের মাধ্যমে দেশের অর্থনৈতিক গতিধারাকে বুঝে নেওয়া। এই সেমিনারের মাধ্যমে আমরা সেই চর্চার একটি ছোট্ট প্রয়াস করেছি।” তিনি আরও বলেন, “এই ধরনের আয়োজন শিক্ষার্থীদের ভাবনা প্রসারিত করে এবং বাস্তব অর্থনীতির সঙ্গে তাদের সংযোগ ঘটায়। ভবিষ্যতেও আমরা নিয়মিতভাবে এমন আয়োজন করে যেতে চাই।” সেমিনারে উপস্থিত শিক্ষক ও শিক্ষার্থীরা বাজেট নিয়ে আলোচনা ও প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণ করেন।