দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

পবিপ্রবি প্রতিনিধি:

জলবায়ু পরিবর্তন ও নগরের পরিবেশ সংকট নিয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আজ কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত হলো “নবায়নযোগ্য জ্বালানির দাবিতে মানব ভাস্কর্য ও পথনাট্য” শীর্ষক কর্মসূচি। ৪ জুলাই( শুক্রবার)  লাল সবুজ সোসাইটি এবং সৌহার্দ্য ইয়ুথ ফাউন্ডেশন এর আয়োজনে ও দ্যা আর্থ এর ইয়ুথ ফর কেয়ার প্ল্যাটফর্ম এর সহযোগিতায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এই আয়োজনের প্রধান আকর্ষণ ছিল অরুণ থিয়েটার দলের পরিবেশনায় একটি মানব ভাস্কর্য এবং পথনাট্য, যা নগরের বায়ুদূষণ, জীবাশ্ম জ্বালানির ক্ষতিকর প্রভাব ও নবায়নযোগ্য শক্তির সম্ভাবনা তুলে ধরে।

নাটকের মাধ্যমে সাধারণ জনগণকে বোঝানোর চেষ্টা করা হয় যে, আমাদের সবাইকে মিলে পরিবেশ রক্ষায় কাজ করতে হবে এবং নিজেদের মান উন্নয়নে নবায়নযোগ্য জ্বালানির বিকল্প নেই। সৌহার্দ্য ইয়ুথ ফাউন্ডেশন এর পক্ষ থেকে তানজিদ জিসান বলেন, “বর্তমানে শহরের বায়ুদূষণ যে মাত্রায় পৌঁছেছে, তার অন্যতম প্রধান কারণ জীবাশ্ম জ্বালানি ব্যবহার। নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তরই এই দূষণের কার্যকর সমাধান।

আমরা চাই মানুষ বুঝুক, নিরাপদ ও বাসযোগ্য নগর জীবনের জন্য আমাদের এখনই নবায়নযোগ্য শক্তির পথ বেছে নিতে হবে। নবায়নযোগ্য শক্তি বর্তমান সময়ের একটি অত্যাবশ্যকতা।” লাল সবুজ সোসাইটি-এর প্রতিনিধি আজিজুন তমা বলেন, “জলবায়ু পরিবর্তন, নবায়নযোগ্য জ্বালানি ইত্যাদি শব্দ শুনলে সাধারণ মানুষ স্বভাবতই ভেবে নেয় এটি একটি কঠিন বিষয়, এসব বিষয় নিয়ে যারা কাজ করে শুধু তারা এগুলো বুঝলেই চলবে।

এইজন্যই আমাদের আজকের এই আয়োজন, আমরা পথ নাটকের মাধ্যমে এই বার্তাটি সবার কাছে পৌঁছে দিতে চাই, এ পৃথিবী রক্ষার দায়িত্ব আমাদের সবার। এই ইট পাথরের শহরের সুস্থতা নিশ্চিত করা আমাদের সকলের উদ্দেশ্য হওয়া উচিৎ” দ্যা আর্থ এর পক্ষ থেকে মোঃ মোসলে উদ্দিন সূচক বলেন, “মানব ভাস্কর্য হয়তো এখনও অনেকের কাছে কম জনপ্রিয়, তবে এটি অত্যন্ত শক্তিশালী একটি মাধ্যম।

আমরা চেষ্টা করেছি জনসাধারণের দৃষ্টি আকর্ষণ করে যেন নবায়নযোগ্য শক্তির গুরুত্ব তুলে ধরতে পারি। এই প্রতীকী উদ্যোগের মাধ্যমে আমরা দ্রুত ন্যায্য রুপান্তরের জন্য সবাইকে আহবান জানাচ্ছি।” এই কর্মসূচি তরুণ নেতৃত্বে পরিচালিত একটি সচেতনতামূলক পদক্ষেপ, যা নবায়নযোগ্য শক্তি, স্বাস্থ্যকর নগর, ও জলবায়ু ন্যায়বিচারের জন্য নাগরিক অংশগ্রহণকে উৎসাহিত করে। পরিবেশের জন্য, ভবিষ্যতের জন্য, চলুন একসাথে দাঁড়াই।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2025 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version