নিজস্ব প্রতিবেদক: দশ কেজি গাঁজাসহ নেত্রকোনা জেলার একজন ও কুমিল্লা জেলার চারজনসহ পাঁচজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১৪। এছাড়াও মোবাইল ও সিম কার্ডসহ মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলেন- নেত্রকোনা মদন উপজেলার গাবেরতলা গ্রামের লুৎফর রহমানের ছেলে মিজান (২৫)। এছাড়া বাকি চারজন কুমিল্লার কোতোয়ালী থানাধীন শাহপুর গ্রামের দুলাল মিয়ার ছেলে মো. রুহুল আলী (২৬), আবুল হোসেনের ছেলে মো. ইমরান হোসেন (২২), মৃত ভুলু মিয়ার ছেলে রাফি (২৬) ও মৃত মতিনের ছেলে মো. নাছির (৩৪)।
বুধবার (২ জুন) দুপুরের দিকে র্যাব-১৪ এর পক্ষ থেকে প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।
এরআগে একই দিন রাত আনুমানিক পৌনে ১টার দিকে পাঁচ মাদক ব্যবসায়ীকে কিশোরগঞ্জের সদর থানাধীন রশিদাবাদ এলাকায় অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ গ্রেফতার করতে সক্ষম হয় কিশোরগঞ্জ র্যাব।
র্যাবের পক্ষ থেকে আরো জানানো হয়, পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মাদক ও জব্দকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামিদেকে কিশোরগঞ্জ সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।