রাজধানীর টিকাটুলিতে একটি রাসায়নিক গুদামে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটের প্রচেষ্টায় সকাল ৭টার দিকে আগুন নেভানো সম্ভব হয়।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, বুধবার (২ জুলাই) ভোর ৫টার দিকে টিকাটুলির মামুন প্লাজার একটি কেমিক্যাল গোডাউনে আগুন লাগে। খবর পাওয়ার পরপরই সাতটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
প্রায় দুই ঘণ্টার চেষ্টায় সকাল ৭টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।
তবে আগুন লাগার সঠিক কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিস। কেমিক্যাল সংরক্ষিত থাকায় আগুন ছড়িয়ে পড়ার ঝুঁকি ছিল বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
ফায়ার সার্ভিসের প্রাথমিক হিসাব অনুযায়ী, অগ্নিকাণ্ডে প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে ৫০ লাখ টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে।