স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ
কুমিল্লার মুরাদনগরে ধর্ষণের ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি এবং সারাদেশে অব্যাহত খুন,ধর্ষণ, হত্যা, নির্যাতন, নিপীড়নের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়ে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট যশোর জেলার পক্ষ থেকে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
আজ মঙ্গলবার (১ জুলাই) সকাল সাড়ে এগারোটায় যশোর প্রেসক্লাবের সামনে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। ছাত্র নেতা ইমরান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন কমরেড খবির শিকদার জুলাই আন্দোলনে নেতা রাশেদ খান, রাহুল, ছাত্র ফ্রন্ট নেতা নাহিদ হাসান প্রমূখ। এ ছাড়া সমাবেশে আরও উপস্থিত ছিলেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট যশোর জেলা শাখার নেতৃবৃন্দ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীবৃন্দ।
বক্তারা বলেন, দেশের বিভিন্ন স্থানে প্রতিনিয়ত ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনা ঘটলেও অধিকাংশ ক্ষেত্রেই অপরাধীদের বিরুদ্ধে বিচার নিশ্চিত হয় না। ফলে ধর্ষণের মত জঘন্য অপরাধ বেড়েই চলেছে। তারা বলেন, মুরাদনগরের সাম্প্রতিক ঘটনা দেশের নারী নিপীড়নের বাস্তব চিত্রকে আবারও সামনে এনেছে।
সমাবেশে বক্তারা দ্রুত বিচারের দাবি জানান এবং ধর্ষণের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। বক্তারা বলেন, অপরাধীদের রাজনৈতিক পরিচয় বা পৃষ্ঠপোষকতা দেখেই আইনি প্রক্রিয়ায় ভিন্নতা আসে এমন অবস্থার অবসান ঘটাতে হবে। বক্তারা দেশের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে ধর্ষণবিরোধী সচেতনতা গড়ে তোলার দাবিও জানান।