দুর্গাপুর (নেত্রকোণা) প্রতিনিধি –
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পরিবেশ রক্ষায় নেত্রকোণার দুর্গাপুরে অনুষ্ঠিত হয়েছে বৃক্ষরোপণ কর্মসূচি। সোমবার (৩০ জুন) দুপুরে পৌর শহরের সুসং সরকারি কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে রোপণ করা হয় নানা প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা। এ উদ্যোগ গ্রহণ করেন পৌর ছাত্রদলের কর্মী নাদিম মাহমুদ রাব্বি।
এ সময় আরও উপস্থিত ছিলেন পৌর ছাত্রদল কর্মী নোমান হোসাইন, সিফাত, রাজ সরকার, ফুয়াদ, আমিরুল, সাব্বিরসহ অনেকেই। ছাত্রদল কর্মী নাদিম মাহমুদ রাব্বি বলেন, বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে কেন্দ্রীয় ছাত্রদলের ১৫ দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে আমরা দুর্গাপুর পৌর ছাত্রদলের পক্ষ থেকে শিক্ষা প্রতিষ্ঠানে গাছ রোপণের এই আয়োজন করেছি।
তরুণ সমাজকে পরিবেশ রক্ষায় এগিয়ে আসতে হবে। আমাদের আজকের এই গাছ লাগানোর উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ পৃথিবী গড়ে তোলার প্রতিশ্রুতি।