গাইবান্ধা প্রতিনিধি।।
গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলায় আরিফুল মন্ডল (১৬) নামের এক অটোবাইক চালককে হত্যা করে ব্যাটারী ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। নিহত আরিফুল মন্ডল উপজেলার সোনারায় ইউনিয়নের পশ্চিম শিবরাম গ্রামের বাবুর দিঘীরপাড় নামক স্থানের শহিদুল মন্ডলের ছেলে। রোববার (২৯ জুন) সকাল সাড়ে ৯ টার দিকে স্থানীয় বিল থেকে পুলিশ নিহত অটোবাইক চালকের লাশ উদ্ধার করেছে। একই সঙ্গে পুলিশ উপজেলার সর্বানন্দ ইউনিয়নের কাশিমবাজার নামক স্থান থেকে ওই যুবকের অটোবাইকটি ব্যাটারী বিহীন অবস্থায় উদ্ধার করেছে।সেই সাথে অপরাধীকে খুঁজছে পুলিশ।
পারিবারিক সূত্রে জানা গেছে, আরিফুল মন্ডল গত শনিবার ২৮ জুন বিকেলে অটোবাইক নিয়ে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। খোঁজ নিতে পরিবারের লোকজন তার মুঠোফোনে ফোন দিয়ে ফোনটি বন্ধ পায়। পরে অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি।
স্থানীয়রা রোববার সকালে সর্বানন্দ ইউনিয়নের চাকলিয়ার বিলে একটি লাশ দেখতে পেয়ে থানায় খবর দেয়। এদিকে অজ্ঞাত লাশ পাওয়ার খবর পেয়ে আরিফুলের পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ শনাক্ত করে। সর্বানন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহুরুল ইসলাম বলেন, আমার ইউনিয়নের চাকলিয়ার বিলে অজ্ঞাত যুবকের লাশ এলাকাবাসী দেখতে পেয়ে জানালে আমি ঘটনাস্থলে যাই এবং থানা পুলিশকে খবর দেই।
থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) সেলিম রেজা বলেন, ঘটনাস্থল থেকে নিহত আরিফুল মন্ডলের মরদেহ উদ্ধার করা হয়েছে। লাশের শরীরে আঘাতের দাগ রয়েছে। প্রাথমিক ভাবে জানা যায় আরিফুলকে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ। তিনি আরও বলেন, শনিবার দিবাগত রাত ১২ থেকে রোববার ভোর পর্যন্ত সময়ের যে কোন সময় এ ঘটনা ঘটেছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


