ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে একটি বাস ও মাহেন্দ্রর মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন আরও সাতজন। বুধবার (২৮ মে ২০২৫) সন্ধ্যায় ঈশ্বরগঞ্জ পৌর শহরের দত্তপাড়া ১ নম্বর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, সিলেট থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী একটি বিআরটিসি বাস ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের ঈশ্বরগঞ্জ পৌরসভার দত্তপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মাহেন্দ্রর সঙ্গে সংঘর্ষ হয়। সংঘর্ষে মাহেন্দ্রটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই তিন যাত্রী নিহত হন।
নিহতরা হলেন, আব্দুস সোবহান (৬০) ও তার ছেলে সবুজ মিয়া (৩০) দুজনের বাড়ি উপজেলার বড়হিত ইউনিয়নের পাইকুড়া গ্রামের। এছাড়াও নিহত আরেকজন হলো উপজেলার সদর ইউনিয়নের দড়িপাঁচাশি গ্রামের মৃত আহমদ আলী ফকিরের মেয়ে কোহিনূর সুলতানা হাসিনা (৩৫)। আহত ৬ জনের মধ্যে রয়েছেন: সাব্বির (২৭), শিউলি (২৭), রফিকুল ইসলাম (৩০), আব্দুল গনী (৫০), রমজান (২৩), শাহীন (২৫) প্রমুখ।
দুর্ঘটনার খবর পেয়ে ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিস ও থানা পুলিশের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। আহতদের উদ্ধার করে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। প্রাথমিক চিকিৎসার পর আশঙ্কাজনক অবস্থায় তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওবায়দুর রহমান জানান, “বিয়োগান্তক এ দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। সড়ক দুর্ঘটনার বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।”