রুহুল আমিন,ডিমলা(নীলফামারী)
ডিমলা উপজেলায় গভীর রাতে ডিজে পার্টির বিকট শব্দে অতিষ্ঠ হয়ে উঠেছে গয়াবাড়ি ইউনিয়নের শুটিবাড়ি এলাকার সাধারণ মানুষ। শুক্রবার দিবাগত রাত প্রায় ২টা পর্যন্ত চলতে থাকা উচ্চ শব্দের কারণে ঘুম হারাচ্ছে শিশু ও বয়স্করা, চরম দুর্ভোগে পড়েছেন অসুস্থ রোগীরাও।
স্থানীয়দের অভিযোগ, শব্দ সন্ত্রাস বন্ধে জরুরি সেবা নম্বর ৯৯৯-এ একাধিকবার ফোন করা হলেও সময়মতো পুলিশের কার্যকর কোনো ব্যবস্থা দেখা যায়নি। ফলে ক্ষোভ ও হতাশা ছড়িয়ে পড়েছে এলাকাবাসীর মধ্যে।
এ বিষয়ে সাংবাদিক জামান মৃধা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিলে সাধারণ মানুষের ক্ষোভের চিত্র আরও স্পষ্ট হয়ে ওঠে। পোস্টে একাধিক কমেন্টে ৯৯৯ সেবার কার্যকারিতা নিয়ে প্রশ্ন তোলেন নাগরিকরা।
একজন মন্তব্যকারী লেখেন,
“৯৯৯ লাইনে ফোন দিলে পুলিশকে দুনিয়ার জবাবদিহি করতে হচ্ছে। ব্যবস্থা নেওয়ার কথা বললেও তিন ঘণ্টা পার হলেও কোনো কাজ হচ্ছে না।”
আরেকজন ক্ষুব্ধ কণ্ঠে মন্তব্য করেন,
“মনে হয় ৯৯৯-এ ফোন দেওয়াই এখন অপরাধ।”
স্থানীয়দের দাবি, প্রশাসনের এমন নিষ্ক্রিয়তা আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নাগরিক সেবার ওপর সাধারণ মানুষের আস্থা নষ্ট করছে। গভীর রাতে প্রকাশ্যে ডিজে পার্টির মতো শব্দ দূষণ শুধু আইন লঙ্ঘনই নয়, এটি মানবিক বিপর্যয়ের শামিল।
এলাকাবাসীর প্রশ্ন—
এই শব্দ সন্ত্রাস বন্ধে কি কেউ এগিয়ে আসবে না?
নাকি জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করাও সাধারণ মানুষের জন্য বৃথা হয়ে উঠবে?
সচেতন মহল দ্রুত প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ ও দায়বদ্ধতার দাবি জানিয়েছেন।


