নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কলমাকান্দা উপজেলায়য় পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে কিশোরী আশা মনি (১৩) নামে এক মাদরাসা পড়ূয়া ছাত্রীর মৃত্যু হয়েছে।
বুধবার (২৮ মে) দুপুরে উপজেলার খারনৈ ইউনিয়নের বাউসাম গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আশা মনি ওই গ্রামের মঞ্জুরুল হকের মেয়ে। সে স্থানীয় একটি মহিলা মাদরাসার শিক্ষার্থী ছিল।
স্থানীয়রা জানান, দুপুরে নিজ বাড়ীর পুকুরে আশামনিসহ কয়েকজন শিশুর সঙ্গে গোসল করতে নামে। কিছুক্ষণ পর অন্যরা তাকে দেখতে না পেয়ে চিৎকার শুরু করে। পরে স্থানীয় লোকজন পুকুরে খোঁজাখুঁজি করে তাকে উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কলমাকান্দা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. সোহরাইব হোসাইন লিংকন বলেন, হাসপাতালে নিয়ে আসার পূর্বেই কিশোরী আশামনির মৃত্যু হয়েছে।
এ বিষয়ে কলমাকান্দা থানার ওসি তদন্ত মো. লুৎফর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে কিশোরীর মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।