নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনায় মাসব্যাপী তাঁত বস্ত্র কুটির শিল্প ও বাণিজ্য মেলার শুরু হয়েছে। বুধবার (২৮ মে) দুপুর ২টায় পৌরশহরের জয়নগরস্থ দত্ত উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে নেত্রকোনা কেন্দ্রীয় সমবায় ব্যাংক এ মেলার আয়োজন করে।
প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মাসব্যাপী মেলার শুভ উদ্বোধন করেন, নেত্রকোণা জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম।
নেত্রকোনা কেন্দ্রীয় সমবায় ব্যাংক এর চেয়ারম্যান ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোখলেছুর রহমান খান খসরুর সভাপতিত্বে জেলা তাঁতী দলের সভাপতি সাইফ উদ্দিন আহমেদ লেলিনের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক এস এম মনিরুজ্জামান দুদু, জেলা তাঁতী দলের সাধারণ সম্পাদক ফারুক মীর, জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সংগঠক প্রীতম সোহাগ, জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য ফাহিম রহমান খান পাঠান, খেলাফত যুব আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহকারী মহাসচিব গাজী আব্দুর রহিম, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সজীব সরকার রতন, এ টি এম আজাদ পিন্টু ও শ্রমিক কল্যাণ ফেডারেশন এর সভাপতি মাওলানা কামাল উদ্দিন প্রমুখ।