নিজস্ব প্রতিবেদক: জলবায়ু পরিবর্তন,জেন্ডারভিত্তিক সহিংতা, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা এবং সমতা সম্পর্কে সচেতনতা বাড়াতে বুধবার (২৮ মে) নেত্রকোণা পৌরসভাধীন নেত্রকোণা উচ্চ বিদ্যালয়ে সচেতনতামূলক ক্যাম্পেইন এর অংশ হিসেবে বিতর্ক প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণ কর্মসূচি আয়োজন করা হয়।
বেসরকারি সংগঠন বাংলাদেশ নারী প্রগতি সংঘ কর্তৃক বাস্তবায়নাধীন অ্যাডভান্সিং ইক্যুয়ালিটি অব উইম্যান অ্যান্ড মারজিনালাইজ্ড পিপল (আওয়াম) প্রকল্পের আওতায় আয়োজিত বিতর্ক প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ কর্মসূচিতে বক্তারা নারী-পুরুষের মধ্যে সমতা আনয়নের জন্য সকল প্রকার বৈষম্য দূরীকরন অপরিহার্য্য বলে আলোচনা করা হয়।
উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিউল্লাহ এর সভাপতিত্বে অনুষ্টিত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি কামরুল হাসান মামুন।
অনুষ্ঠানের প্রথম পর্বে ছিল “নারী-পুরুষ সমতার জন্য বৈষম্য দূরীকরণ অপরিহার্য্য” বিষয়ের উপর বিতর্ক প্রতিযোগিতা। বিতর্ক প্রতিযোগিতায় মডারেটর হিসেবে দায়িত্ব পালন করেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জনাব শাহানুল কবীর মুন্না। বিতর্কে পক্ষ-বিপক্ষের উভয় দল যুক্তিতর্কের মাধ্যমে বিতর্ক অনুষ্ঠানকে প্রানবন্ত করে তুলে।
পরবর্তীতে বিচারকমন্ডলীর চুড়ান্ত বিচারে পক্ষ দল বিজয়ী হয়। বিতর্ক অনুষ্ঠান শেষে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। সাংস্কৃতিক অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থীরা নৃত্য ও গান পরিবেশনের পাশাপাশি ইয়ুথ গ্রুপের নাট্য দলের শিল্পীরা জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় করনীয় ও বাল্যবিয়ে প্রতিরোধ বিষয়ে নাটিকা ও লোক সংগীত পরিবেশন করে।
সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে অনুষ্টিত আলোচনা সভায় বাংলাদেশ নারী প্রগ্রতি সংঘের নেত্রকোনা কেন্দ্রের ব্যবস্থাপক মৃণাল কান্তি চক্রবর্তী বলেন, জলবায়ু পরিবর্তন ও নারীর প্রতি সহিংসতা বর্তমান সময়ে খুবই আলোচিত বিষয়। স্কুল পর্যায়ে এধরনের কর্মসূচি আয়োজনের ফলে শিক্ষার্থীরা এ বিষয়ে সচেতন হবে পাশাপাশি বিতর্ক ও অভিনয়ের মাধ্যমে তাদের সহশিক্ষা কার্যক্রম তরান্বিত হবে।
এছাড়াও বক্তারা বিতর্কের বিষয়ের সাথে একাগ্রতা জানিয়ে বলেন সত্যিই নারী পুরষ সমতার জন্য বৈষম্য দূরীকরন অপরিহার্য্য। কারন পারিবারিক, সামাজিক ও রাজনৈতিক বৈষম্যের কারনেই নারীরা তাদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছে।
আলোচনা শেষে বিতর্ক ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহনকারী সকলের মাঝে ক্রেস্ট, বই, জ্যামিতি বক্স ও টিফিন বক্স পুরস্কার হিসেবে প্রদান করা হয়। অনুষ্ঠানে স্কুলের শিক্ষক- শিক্ষার্থীসহ প্রায় দুই শতাদিক দর্শক শ্রোতা অংশগহণ করেন।
উল্লেখ, স্কুল ক্যাম্পেইন এর অংশ হিসেবে ইতিপূর্বে জাহানারা স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়ে “জলবায়ু পরিবর্তন রোধে কেমন পরিবেশ চাই” বিষয়ের উপর চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং “নারী ও মেয়েদের উপর জলবায়ু পরিবর্তনের প্রভাব” বিষয়ে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল।