দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

নিজস্ব প্রতিবেদক: “শিশু থেকে প্রবীণ, পুষ্টিকর খাবার সবার অধিকার”- এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় শুরু হয়েছে ‘জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৫’। বুধবার (২৮ মে) থেকে ৩ জুন পর্যন্ত চলবে সপ্তাহব্যাপী এই কর্মসূচি।

উদ্বোধনী দিনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে এক বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

এতে অংশগ্রহণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাইযুল ওয়াসীমা নাহাত, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহাম্মদ আল মামুন , উপজেলা কৃষি অফিসার মো. সাইফুল ইসলাম, কলমাকান্দা প্রেসক্লাব সভাপতি শেখ শামীম ও সাধারণ সম্পাদক মো. ওবাইদুল হক পাঠান, শিক্ষক-শিক্ষার্থী, স্বাস্থ্যকর্মীবৃন্দসহ আরো অনেকেই।

র‍্যালিটি উপজেলা পরিষদ কমপ্লেক্স প্রাঙ্গণ থেকে শুরু হয়ে সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে কলমাকান্দা প্রেসক্লাব হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা পুষ্টির গুরুত্ব তুলে ধরেন এবং জনগণের মধ্যে পুষ্টি সচেতনতা বাড়ানোর আহবান জানান।

আয়োজকরা জানান, পুষ্টিহীনতা শুধু শিশুদের নয়, বরং সব বয়সী মানুষের স্বাস্থ্যের জন্য হুমকি। তাই সুষম ও পুষ্টিকর খাবার গ্রহণের বিষয়টি প্রতিটি পরিবারে গুরুত্ব সহকারে বিবেচনা করা উচিত।

অনুষ্ঠানে পুষ্টি বিষয়ক সচেতনতামূলক পুষ্টিকর খাবার গ্রহণের উপকারিতা সম্পর্কে আলোকপাত করা হয়। জাতীয় পর্যায়ে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান এবং সহযোগী সংস্থা FAO, GAIN, Save the Children সহ অন্যান্যদের সম্মিলিত প্রচেষ্টায় এই সপ্তাহটি পালিত হচ্ছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2025 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version